সৌভিক মুখার্জী, কলকাতা: চুপিসারে BSNL তাদের সস্তার প্রিপেইড প্ল্যানগুলোর (BSNL Recharge Plan) বৈধতা অনেকটাই কমাল। এতদিন যাবৎ কম খরচে রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিয়ে আসছিল রাষ্ট্রায়াত্ত এই টেলিকম সংস্থা। তবে ধীরে ধীরে তারা সেই সুবিধার মেয়াদ কমাতে শুরু করেছে। সেই সূত্রে এবার জনপ্রিয় 107 টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা কমিয়ে করা হল মাত্র 22 দিন।
বিরাট বাদল BSNL-র 107 টাকা প্ল্যানে
বলাবাহুল্য, আগে এই প্ল্যানটি 35 দিনের মেয়াদ দিত। তবে কিছুদিন আগে তা কমিয়ে 28 দিন করা হয়। আর এখন BSNL অফিসিয়ালভাবে এই প্ল্যানের মেয়াদ করেছে 22 দিন। তবে সুখবর এই যে, প্ল্যানের বাকি সব সুবিধা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। 107 টাকার এই প্ল্যানে পাওয়া যাচ্ছে—
- 3GB হাই স্পিড ডাটা।
- যেকোনও নেটওয়ার্কে 200 মিনিটের ভয়েস কলিং এবং এসটিডি ও রোমিং এর সুবিধা।
- কল চার্জ নিয়ে যদি কথা বলি, তাহলে লোকাল কলের ক্ষেত্রে প্রতি মিনিট 1 টাকা, এসটিডি কলের ক্ষেত্রে প্রতি মিনিটে 2 টাকা এবং ভিডিও কলের ক্ষেত্রে প্রতি মিনিটে 1.3 টাকা কাটবে।
- এসএমএস চার্জ হিসাবে লোকাল SMS-এ 80 পয়সা, ন্যাশনাল SMS-এ 1.20 টাকা এবং আন্তর্জাতিক SMS-এ 6 টাকা কাটবে।
- এছাড়া অতিরিক্ত ডেটার জন্য প্রতি MB-তে 25 পয়সা দিতে হবে।
এক কথায়, সুবিধায় সেরকম কোনও কাটছাঁট না করলেও মেয়াদ কমিয়ে BSNL পরোক্ষভাবে গ্রাহকদের বেশি দামের প্ল্যান বেছে নিতে বাধ্য করছে, তা বলার অপেক্ষা রাখে না।
অন্যান্য প্ল্যানেও করেছে কাটছাঁট
প্রসঙ্গত শুধু 107 টাকার প্ল্যান নয়, বরং BSNL 197 টাকার প্ল্যানেও অনেকটাই পরিবর্তন করেছে। কারণ, এই প্ল্যানে আগে 70 দিন মেয়াদ ছিল। পরে তা কমিয়ে 54 দিন করা হয়েছে। আর এখন হয়েছে মাত্র 42 দিন। এই প্ল্যানে গ্রাহকরা 300 মিনিট ভয়েস কল, 4GB হাই স্পিড ডেটা এবং 100টি SMS-এর সুবিধা পায়।
আরও পড়ুনঃ ভুয়ো নথি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা! অজস্র প্রার্থীকে চিহ্নিত করল SSC
তবে টেলিকম বিশেষজ্ঞরা মনে করছে, BSNL তাদের 4G/5G সম্প্রসারণের খরচ মেটানোর জন্যই ধীরে ধীরে সস্তার প্ল্যানগুলোর বৈধতা কমাচ্ছে। অন্যদিকে গ্রাহকদের বড় বড় রিচার্জ প্ল্যানগুলি করাতে বাধ্য করছে। কারণ, সংস্থাটি চাইছে গ্রাহকরা যেন বেশি দামের প্ল্যান বেছে নিক এবং তাদের রেভিনিউ কিছুটা হলেও বাড়ুক।