সৌভিক মুখার্জী, কলকাতা: স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করবেন বলে ভাবছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, ভারতীয় স্টেট ব্যাঙ্ক সম্প্রতি ফিক্সড ডিপোজিটে সুদের হারে কাটছাঁট করল (SBI FD Interest Rate)। হ্যাঁ, দেশের বৃহত্তম এই রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্ক সুদের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলত, সরাসরি প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের উপর। আর এই নতুন হার কার্যকর হচ্ছে আজ অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকেই। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
উল্লেখ্য, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল। আর এর ফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণের উপর সুদের হার অনেকটাই কমিয়েছে। যার কারণে মাসিক ইএমআই কমেছে। ফলত, সেক্ষেত্রে স্বস্তি পেয়েছে সাধারণ মধ্যবিত্তরা। কিন্তু সঞ্চয়ের জন্য নির্ভরযোগ্য ফিক্সড ডিপোজিটে এবার সুদের হার কমানো হল। এমনকি এই বছরের শুরু থেকে একাধিকবার সুদের হার কমিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
ফিক্সড ডিপোজিটে সুদের হারে কাটছাঁট, বড়সড় ঝটকা গ্রাহকদের জন্য!
সম্প্রতি স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী জানা গিয়েছে, আজ থেকে নতুন হারে সুদ কার্যকর হচ্ছে। আর এর মধ্যে ২ থেকে ৩ বছর মেয়াদী যে ফিক্সড ডিপোজিট ছিল, তাতে ভারতীয় স্টেট ব্যাঙ্ক এতদিন ৬.৪৫% হারে সুদ দিত। তবে সোমবার থেকে তা কমে দাঁড়াল ৬.৪০%। কিন্তু অন্যান্য মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। যেমন-
- ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদে সুদের হার ৩.০৫%।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে সুদের হার ৪.৯০%।
- ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে সুদের হার ৫.৬৫%।
- ২১১ দিন থেকে ১ বছরের কম নেয়াদে সুদের হার ৫.৯০%।
- ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে সুদের হার ৬.২৫%।
- ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে সুদের হার ৬.৩০%।
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে সুদের হার ৬.০৫%।
আরও পড়ুন: Campa-র পর আরও এক FMCG সংস্থা অধিগ্রহণের পথে আম্বানির রিলায়েন্স!
তবে সাধারণ এফডি-তে সুদের হার কমানোর পাশাপাশি অমৃত বৃষ্টি স্কিমেও সাধারণ নাগরিকদের সুদের হার অনেকটাই কমানো হয়েছে। জানা যাচ্ছে, স্টেট ব্যাঙ্কের এই বিশেষ স্কিমের মেয়াদ ৪৪৪ দিন। আগে সাধারণ নাগরিকরা এখানে ৬.৫% হারে সুদ পেত। কিন্তু ১৫ ডিসেম্বর থেকে নতুন হারে সুদ কার্যকর হচ্ছে। আর এখন তা দেওয়া হবে ৬.৪৫%। তবে সিনিয়র সিটিজেনরা এক্ষেত্রে অতিরিক্ত সুদ পাবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে সুদের হার ৭.০৫%।