বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio এবার তাদের গ্রাহকদের বড় ঝটকা দিল। একাধিক রিপোর্ট অনুযায়ী, এবার আম্বানি সংস্থাটি তাদের সাশ্রয়ী মূল্যের দুটি রিচার্জ প্ল্যান অর্থাৎ 209 ও 249 টাকার প্রিপেড প্ল্যান দুটি সরিয়ে দিয়েছে। এর জেরে যেসব ব্যবহারকারীরা অল্প টাকায় সস্তা রিচার্জ প্ল্যানের উপর ভরসা করছিলেন, এবার তাদের সমস্যা আরও বাড়ল।
209 টাকার রিচার্জ প্লানের সুবিধা
ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio তাদের প্রিপেড রিচার্জ প্ল্যান সেকশনে 209 টাকা মূল্যের যে জনপ্রিয় প্ল্যানটি রেখেছিল তাতে এতদিন গ্রাহকরা 22 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 1GB করে ডেটা, দৈনিক 100 SMS, আনলিমিটেড কলিং সহ একাধিক সুবিধা পেতেন। তবে সংস্থাটির সিদ্ধান্তে এবার থেকে আর এই প্ল্যান রিচার্জ করতে পারবেন না গ্রাহকরা!
249 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা
Jio তাদের একটা বড় অংশের গ্রাহকের কাছে 249 টাকার রিচার্জ প্ল্যানের জন্য বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। যেই প্ল্যানে 28 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 1GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 100 SMS সহ একাধিক আকর্ষণীয় সুবিধা পাওয়া যেত। তবে কোম্পানিটির সিদ্ধান্তে এবার থেকে আর হয়তো এই রিচার্জ প্ল্যান কিনতে পারবেন না গ্রাহকরা।
তাহলে বিকল্প কী?
Jio হঠাৎ তাদের দুই জনপ্রিয় রিচার্জ প্ল্যান সরিয়ে দেওয়ার কারণে এবার কার্যত কপালে হাত পরে গিয়েছে গ্রাহকদের। আগামী মাসে কোন রিচার্জ প্ল্যান বেছে নেবেন তা নিয়েই চিন্তিত একটা বড় অংশের Jio গ্রাহক। সেক্ষেত্রে বলি, 209 টাকার রিচার্জ প্লানের বিকল্প হিসেবে Jio-র 189 টাকার রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন।
এতে মোট 2GB ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং ও দৈনিক SMS এর সুবিধা পাওয়া যায়। একইভাবে 249 টাকার রিচার্জ প্ল্যানটির বিকল্প হিসেবে বেছে নিতে পারেন 299 টাকা মূল্যের আনলিমিটেড রিচার্জ প্ল্যানটি। যেখানে 28 দিনের বৈধতা যুক্ত প্রতিদিন 1.5GB করে ডেটা, আনলিমিটেড কলিং ও দৈনিক 100 SMS পাওয়া যাবে।
অবশ্যই পড়ুন: পাঠ্যবই থেকে বাদ দিতে হবে ডারউইনের বিবর্তনবাদ! বাংলাদেশ সরকারকে আইনি নোটিশ
উল্লেখ্য, টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, Jio তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও মাই জিও অ্যাপ থেকে প্ল্যানগুলি সরিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু তা সত্বেও এখনও নাকি এই প্ল্যানগুলি Jio স্টোর এবং POS খুচরো বিক্রেতাদের মাধ্যমে সক্রিয় করা যেতে পারে।