গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট পোস্ট অফিসের পিওন! ডেবরায় হুলস্থূল কাণ্ড

Post Office Scam

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম মেদিনীপুর ডেবরা ব্লকের সাঁইতল এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। পোস্ট অফিসে (Post Office Scam) টাকা জমা রেখেছিল সাধারণ গ্রামবাসীরা। আর সেই টাকাই আত্মসাৎ করে চম্পট দিয়েছে পোস্ট অফিসেরই পিওন। অভিযোগ উঠছে, অন্তত 50 লক্ষ টাকার বেশি আত্মসাৎ করেছে ওই পিওন। ফলে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কে এই পিওন?

বর্তমানের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, অভিযুক্ত পিওনের নাম অমল দলুই ওরফে শিবু। এলাকার মানুষের কাছে বেশ পরিচিত মুখই ছিলেন তিনি। তার ব্যবহারও ভালো ছিল এবং সহজ-সরল মানুষ ছিলেন বলেই জানা যাচ্ছে। সেজন্যই সাধারণ মানুষরা তার উপর এতটাই আস্থাভোজন হয়ে পড়েছিল যে, টাকা জমা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজেও তার ওপর ভরসা করত। অথচ সেই বিশ্বাস ভেঙে যে এভাবে চম্পট দেবে, তা ঘুণাক্ষরেও টের পাননি সাধারণ মানুষ।

কীভাবে ধরা পড়ল এই কেলেঙ্কারি?

স্থানীয় বাসিন্দা সমর মাইতি যিনি 2000 সাল থেকেই ওই পোস্ট অফিসে টাকা রাখছেন, তিনি সম্প্রতি মূল মাহমুদপুর পোস্ট অফিসে নিজের পাসবুক আপডেট করাতে যান। আর তখনই ধরা পড়ে আসল কেলেঙ্কারি। তার জমা দেওয়া 93 হাজার টাকার বদলে ব্যালেন্স দেখাচ্ছিল মাত্র 14 হাজার টাকা। আর এই ঘটনার পরে তার টনক নড়ে যায়। তাঁর দেখাদেখি অনেকেই পাসবই আপডেট করতে যায়। তারপর দেখতে পায় যে, বড় অংকের টাকা উধাও। তখনই গোটা এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে পোস্ট অফিস ঘেরাও করে।

সোমবার সকাল থেকে শুরু হয় গ্রাহকদের বিক্ষোভ। এমনকি পোস্টমাস্টার পোস্ট অফিসে এসে পৌঁছলে আটকে রাখে গ্রামবাসীরা। প্রতিবাদে জানাতে শুরু করলে উত্তেজনা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ হাজির হয়। তবে সন্ধ্যা পর্যন্তই চলে বিক্ষোভ।

গ্রামবাসীদের দাবী করছে, এই পোস্ট অফিসে দীর্ঘদিন ধরেই পোস্টমাস্টার ছিল না। বেশিরভাগ সময় অফিসে পিওন থাকতেন। তার মাধ্যমেই টাকার লেনদেন হত। অনেকেই তাকে ঘনিষ্ঠ বলে বিশ্বাস করত। অথচ সেই পিওন এভাবে তাদের টাকা আত্মসাৎ করে নেবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

জয়দেব দাস নামের এক স্থানীয় বাসিন্দা বলছেন, মানুষের জীবনের সঞ্চয় ছিল একমাত্র ওই টাকাগুলি। আর এভাবে প্রতারণা করে ও পালালো, এটা মেনে নেওয়া যায় না। আমি চাই পুলিশ অবিলম্বে দোষীকে গ্রেফতার করুক, আর শাস্তি দিক। আরেকজন বলছেন, 2000 সাল থেকেই এখানে আমি টাকা রাখছি। কোনো সন্দেহ ছিল না। তবে এখন দেখি আমার সঞ্চয়ের মধ্যে মোটা অংকের টাকা গায়েব। পিওনের ব্যবহার এতটাই ভাল ছিল যে, ওকে দেখে বোঝা যায়নি যে এই কাজ করতে পারবে।

আরও পড়ুনঃ শিয়ালদা লাইনে পিয়ালি স্টেশনের কাছে তারকেশ্বর ফেরত ভক্তদের উপর হামলা! আক্রান্ত বহু

ইতিমধ্যে পুলিশে ও প্রশাসন তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত পিওনের কোনো হদিস পাওয়া যায়নি। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, ঘটনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আর অভিযুক্তকে খুঁজে পেলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

Leave a Comment