গ্রুপ সি ও গ্রুপ ডি-র যোগ্যদের বয়সে দিতে হবে ছাড়! বড় নির্দেশ হাইকোর্টের

SSC Group C And D Recruitment Case

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক মামলা হয়েই চলেছে হাইকোর্টে। কখনও নিয়োগ প্রক্রিয়া নিয়ে গণ্ডগোল তো কখনও আবার যোগ্য অযোগ্যর তালিকা নিয়ে। এবার এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারা (SSC Group C And D Recruitment Case) যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ পাশাপাশি যোগ্যদের বয়সে ছাড়েরও নির্দেশ দিল আদালত।

গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-র যোগ্যদের জন্য নয়া নির্দেশ

উল্লেখ্য, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষায় পাশ করতে পারেননি এমন প্রার্থীরা একটি মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলায় তাঁদের দাবি ছিল, বয়সে ছাড় দিয়ে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক৷ এবার সেই বয়সজনিত ছাড়ের ক্ষেত্রে বড় নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে এবার গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-র যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে SSC-কে। একই সঙ্গে যোগ্যপ্রার্থীরা যাতে বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই নির্দেশও দিলেন আদালত।

যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ আদালতের

২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। ভয়ংকর বিপদের মুখে পড়েছেন তারাও। এরপর আদালতের নির্দেশে এবছর ফের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষার পর গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য পরীক্ষার আয়োজন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি পদে আবেদন গ্রহণ প্রক্রিয়া। এমতাবস্থায় বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, ২০১৬ র নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ‘যোগ্য’দের তালিকা প্রকাশ করতে হবে আগামী ৮ ডিসেম্বরের আগে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গের OBC তালিকা থেকে বাদ ৩৫ মুসলিম সম্প্রদায়! সুপারিশ জাতীয় অনগ্রসর কমিশনের

বিচারপতি অমৃতা সিনহা এদিন হাইকোর্টে এসএসসির উদ্দেশে জানিয়েছেন যে, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তালিকায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই ‘যোগ্য’ তালিকায় থাকেন, তাহলে তারাও যেন নতুন নিয়োগ অংশ নেওয়ার সুযোগ দেয় স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও বয়সজনিত ছাড়ও যেন পায় তাঁরা। কিছুদিন আগে SSC গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মধ্যে ৭২৯৩ জন অযোগ্য প্রার্থীদের রোল নাম্বার, নম্বর, বাবার নাম, ঠিকানা উল্লেখ করে তালিকা প্রকাশ করার নিদের্শ দিয়েছিল আদালত। সেই সময় কমিশনের তরফে জানানো হয়েছিল যে ইতিমধ্যেই ৩৫১২ দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে আদালতের স্পষ্ট নির্দেশ, ওএমআর মিস ম্যাচ, ব়্যাঙ্ক জাম্প, আউট অফ প্যানেল সহ ভিন্ন দাগিদের তালিকাও প্রকাশ করতে হবে।

Leave a Comment