গ্রেফতার হতে পারেন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক রণতুঙ্গা

Arjuna Ranatunga will be arrest for huge corruption

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 1996 তে প্রথমবারের মতো তাঁর নেতৃত্বেই একদিনের বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। সেই প্রাক্তন লঙ্কান ক্রিকেটার অর্জুন রণতুঙ্গার (Arjuna Ranatunga) বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। জানা গিয়েছে, এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তিনি। পরবর্তীতে শ্রীলঙ্কায় ফিরলেই গ্রেফতার করা হবে তাঁকে। বলাই বাহুল্য, শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রী থাকাকালীন একাধিক সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ রয়েছে রণতুঙ্গার বিরুদ্ধে। তাতেই এবার কঠিন শাস্তির মুখে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

রণতুঙ্গার দুর্নীতি প্রমাণিত

প্রথমবারের জন্য শ্রীলঙ্কাকে একদিনের বিশ্বকাপ জেতানো তারকা রণতুঙ্গা ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর একেবারে প্রত্যক্ষভাবে নেমে পড়েছিলেন রাজনীতির ময়দানে। পরবর্তীতে শ্রীলঙ্কার পেট্রোলিয়াম মন্ত্রি হন তিনি। অভিযোগ, এই সময় বেশ কয়েকটি সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন তিনি। এই ঘটনায় নাকি লঙ্কান ক্রিকেটারের সাথে যুক্ত ছিলেন তাঁর দাদাও। পরবর্তীতে দুজনের দুর্নীতি প্রমাণিত হয়।

বলাই বাহুল্য, শ্রীলঙ্কা দলের প্রাক্তন সদস্য রণতুঙ্গার পেট্রোলিয়াম মন্ত্রী থাকাকালীন তাঁর দাদা একটি পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। অভিযোগ দুজনে মিলেই বেশ কয়েকটি সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে 45 কোটি টাকা তুলেছিলেন। পরবর্তীতে অভিযোগ প্রমাণিত হতেই গ্রেফতার করা হয় অর্জুন রণতুঙ্গার দাদা ধাম্মিকাকে। তবে ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। তবে জামিন দেওয়া হলেও দেশ ছাড়তে পারবেন না প্রাক্তন লঙ্কান ক্রিকেটারের দাদা।

অবশ্যই পড়ুন: টার্গেটে রেখেই এই দুর্ধর্ষ বোলারকে ১৮ কোটিতে কিনে নিল KKR

এদিকে অভিযোগ প্রমাণিত হওয়ায় অর্জুন দেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। এ প্রসঙ্গে কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বেদারাগামাকে তদন্ত কমিশন জানিয়েছে, রণতুঙ্গা দেশে ফিরলেই গ্রেফতার করা হবে তাঁকে। ওই কমিশন এও জানিয়েছে, অন্তত 27টি সংস্থাকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। সব মিলিয়ে বলাই যায়, 2017 সালের দুর্নীতির ঘটনায় অবশেষে জেল যাত্রার মুখে প্রাক্তন জনপ্রিয় ক্রিকেটার।

Leave a Comment