ঘণ্টায় আয় হবে ৪৫০০ টাকা, সেরা সুযোগ নিয়ে এল Meta! কীভাবে করবেন জানুন ঝটপট

Meta

সৌভিক মুখার্জী, কলকাতা: মাত্র এক ঘণ্টাতেই হবে 4500 টাকা আয়! শুনে অবিশ্বাস্য মনে হলেও একেবারে সত্যি। এরকমই সুযোগ সামনে এনে দিয়েছে টেক জায়ান্ট মেটা (Meta)। কোম্পানিটি তাদের নতুন প্রজন্মের এআই চ্যাটবটকে আরও পরিপক্ব করার জন্য হিন্দি সহ একাধিক ভাষায় বিশেষজ্ঞ নিয়োগ করছে বলে জানা গিয়েছে।

কেন করা হচ্ছে এই নিয়োগ?

আসলে মেটার মূল লক্ষ্য হল প্রতিটি বড় বাজারের জন্য আলাদা আলাদা ডিজিটাল পার্সোনালিটি তৈরি করা। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, যারা হিন্দি, ইন্দোনেশিয়ান, স্প্যানিশ ও পর্তুকিজ ভাষায় দক্ষ, তাদেরকে প্রতি ঘন্টায় 55 মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় 4500 টাকা করে পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

মূলত ভারত কিংবা ইন্দোনেশিয়া বা মেক্সিকোর মতো বিরাট বিরাট বাজারগুলোকে মাথায় রেখেই এই বড়সড় পদক্ষেপের পথে হেঁটেছে মেটা। কোম্পানি মনে করছে, একটি দেশের সংস্কৃতি, ভাষা ও ব্যবহার সবসময় ভিন্ন রকম হয়। তাই সবার জন্যই এক ধরনের চ্যাটবট কার্যকর করা ঠিক না।

দক্ষতা কী দরকার?

তবে এই চাকরির সুযোগ শুনে যতটাই সহজ মনে হচ্ছে, ঠিক ততটাও নয়। রয়েছে কিছু চ্যালেঞ্জও। মেটার দেওয়ার জব ডেসক্রিপশন অনুযায়ী, এখানে চাকরি পেতে গেলে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি স্টোরিটেলিং দক্ষতা থাকতে হবে। এমনকি প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই কন্টেন্ট পাইপলাইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জ্ঞান থাকতে হবে।

উল্লেখ করার বিষয়, এই নিয়োগের কাজটি করছে Crystal Equation ও Aquent Talent নামের একটি স্টাফিং ফার্ম। এরা মূলত মেটার হয়ে হিন্দি, ইন্দোনেশিয়ান কিংবা স্প্যানিশ ভাষাভিত্তিক পদের জন্য দক্ষ লোক খুঁজছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভারতীয় সেনার বিরাট অভিযান, নিকেশ লস্কর-ই-তইবার এক কুখ্যাত জঙ্গি

জানিয়ে রাখা ভালো, মেটার চ্যাটবট 2023 সালে যাত্রা শুরু করেছিল। এরপর 2024 সালে চালু হয়েছে AI Studio, যেখানে সাধারণ ব্যবহারকারীরাও নিজেদের চ্যাটবট তৈরি করতে পারছে। তাই যদি আপনিও এই যোগ্যতাগুলি অর্জন করে থাকেন, তাহলে আপনার জন্য হতে পারে এটি কেরিয়ারের সেরা সুযোগ।

Leave a Comment