বিক্রম ব্যানার্জী, কলকাতা: গুয়াহাটি টেস্টের প্রথম ইনিংসে (India Vs South Africa Test) দক্ষিণ আফ্রিকার ঝাঁঝালো বোলিং আক্রমণের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ল ভারত। প্রথম ইনিংসে প্রতিপক্ষ যে রানের পাহাড় তৈরি করে ফেলেছিল, তা টপকানো তো দূর বরং অর্ধেক রানও তুলতে পারল না গোটা একটা ভারতীয় দল। শেষ পর্যন্ত অবশ্য খাদের কিনারে দাঁড়িয়ে লড়াই চালিয়েছিলেন কুলদীপ যাদব। তবে ইনিংসের সবচেয়ে বেশি বল খেলেও ভারতের জন্য বিশেষ কিছু করতে পারলেন না তিনিও।
ভারতীয় ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছাড়ল দক্ষিণ আফ্রিকা
22 নভেম্বর, দ্বিতীয় টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। যা দেখে মনে হয়েছিল দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে হয়তো জয়ের মুখ নিজেদের দিকে ঘুরিয়ে নিতে পারবে টিম ইন্ডিয়া। তবে মাঝপথে এসে সেই আশা একপ্রকার ফিকে হল। ভারতীয় বোলারদের বোকা বানিয়ে প্রথম ইনিংসে একেবারে ঝড় তুলেছিল দক্ষিণ আফ্রিকা। 10 উইকেট ভেঙে পড়ার আগেই ভারতীয় বোলারদের জবাব দিয়ে কঠিন রান করে ফেলেছিল প্রোটিয়ারা। আর সেখানেই আটকে গেল টিম ইন্ডিয়া।
বাভুমাদের রানের পাহাড়ে চড়তে গিয়ে শুরুটা বেশ ভালই করেছিল ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল এবং কে রাহুলের হাত ধরে বেশ গতি পেয়েছিল ভারতীয় দলের শুরুর ইনিংস। তবে এই দুই তারকার উইকেট পড়তেই ভারতীয় ব্যাটিং বিভাগকে ক্ষমতা দেখালো দক্ষিণ আফ্রিকা। কে এল রাহুলদের পর মাঝে সাই সুদর্শন 15 রানের ইনিংস খেলে গেলেও লজ্জার বিষয় ধ্রুব জুরেল থেকে শুরু করে ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এমনকি নীতিশ কুমার রেড্ডি কেউই প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে টিকে থাকতে পারলেন না।
অবশ্যই পড়ুন: হাসিনার প্রত্যর্পণ চেয়ে চিঠি বাংলাদেশের, ফিরিয়ে দিচ্ছে ভারত?
এদিন ভারতীয় ব্যাটিং অর্ডারের চরম ব্যর্থতার কারণেই একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে বোর্ডে কিছুটা রান জুড়তে সাধ্যমত চেষ্টা করেছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই দৌড়ে এগিয়ে থেকেই 48 রান তোলেন তিনি। তবে এরপর আর তাঁকে রান বাড়াতে দেয়নি দক্ষিণ আফ্রিকা। ওয়াশিংটনের উইকেট পড়তেই ভারতের ব্যর্থতা একেবারে আলগা হয়ে যায়। সবশেষে দীর্ঘ সময় নিয়ে 134 বল খেলে কিছুটা আশা বাঁচিয়ে রেখেছিলেন কুলদীপ। তবে তাঁকেও ফিরতে হল 19 রানে। যার জেরে 201 রানে গুটিয়ে গিয়ে এখন বল হাতে হার এড়ানোর আপ্রাণ চেষ্টা করছে টিম ইন্ডিয়া।