ঘরে বসেই হবে কাজ, EPS পেনশনভোগীদের জন্য ঘোষণা EPFO-র

EPS Pension EPFO

সহেলি মিত্র, কলকাতাঃ পেনশন প্রাপকদের সুখবর শোনাল EPFO। মূলত এবার কপাল খুলতে চলেছে EPS-95 পেনশনভোগীদের। এখন আর আপনাকে ব্যাংক বা অফিসে যেতে হবে না। ২০২৬ সালে, আপনি আপনার স্মার্টফোনে ফেস অথেনটিকেশন প্রযুক্তি ব্যবহার করে বা পোস্টম্যানের সাহায্যে ঘরে বসেই আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা দিতে পারবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

পেনশন প্রাপকদের সুখবর শোনাল EPFO

এখনও পর্যন্ত, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য প্রতি বছর ব্যাংকের EPFO অফিসে যেতে হত। বিশেষ করে প্রবীণ, অসুস্থ ব্যক্তি এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পেনশনভোগীদের এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হত। তবে আর চিন্তা নেই, কারণ এই নতুন ব্যবস্থার মাধ্যমে, পেনশনভোগীদের আর কোথাও ছুটোছুটি করতে হবে না। আপনার নিকটতম ডাকঘর থেকে একজন পোস্টম্যান বা ডাক্তার সরাসরি আপনার বাড়িতে এসে লাইফ সার্টিফিকেট প্রক্রিয়া সম্পন্ন করবেন। এছাড়া আপনি অনলাইনেও এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এখানে দুটি সহজ পদ্ধতি দেওয়া হল:

পদ্ধতি ১: মোবাইল অ্যাপ (ফেস অথেনটিকেশন) দিয়ে নিজেই করুন

১) গুগল প্লে স্টোর থেকে ‘AadhaarFaceRd’ অ্যাপ এবং ‘Jeevan Pramaan Face অ্যাপ’ ডাউনলোড করুন।
২) যখন আপনি প্রথমবার অ্যাপটি খুলবেন, তখন আপনাকে OTP-এর মাধ্যমে আপনার (অথবা আপনার পরিবারের যেকোনো সদস্যের) আধার এবং মোবাইল নম্বর প্রবেশ করে অপারেটর হিসেবে নিজেকে রেজিস্টার করতে হবে।
৩) এর পরে, পেনশনভোগীর আধার নম্বর, পিপিও নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের মতো তথ্য পূরণ করুন।
৪) অ্যাপ থেকে ক্যামেরা অন করুন এবং পেনশনভোগীরা মুখ স্ক্যান করুন।
৫) আপনার মুখ স্ক্যান করার সাথে সাথেই আপনার সার্টিফিকেট জমা দেওয়া হবে এবং আপনার মোবাইলে একটি কনফার্মেশন লিঙ্ক পাবেন।

আরও পড়ুনঃ ট্রেনের টিকিটের মূল্য কীভাবে নির্ধারণ করা হয়? জবাব দিল রেল

পদ্ধতি ২: আপনার বাড়িতে ডাকপিয়নকে ডেকে পাঠান

যদি আপনি স্মার্টফোন ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাহলে EPFO ​ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) এর সহযোগিতায় একটি বিশেষ বিনামূল্যের পরিষেবা চালু করেছে। আপনি একজন পোস্টম্যানকে আপনার বাড়িতে আসতে বলতে পারেন। তিনি তার বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা করে দেবেন।

কিভাবে বুক করবেন?

  • আপনি IPPB কাস্টমার কেয়ার নম্বর 033-22029000 এ কল করে অথবা নিকটতম পোস্ট অফিসে গিয়ে ‘হোম ভিজিট’ এর জন্য অনুরোধ করতে পারেন।
  • ২০২৬ সালের জানুয়ারি মাসের নতুন সার্কুলার অনুসারে, এই দোরগোড়ায় পরিষেবাটি এখন ইপিএস পেনশনভোগীদের জন্য একেবারে বিনামূল্যে করা হয়েছে। এই খরচ বা ব্যয় সরাসরি ইপিএফও বহন করবে।
  • ইপিএস পেনশনভোগীরা বছরের যেকোনো সময় তাদের জীবন সনদ জমা দিতে পারেন। এটি জমা দেওয়ার তারিখ থেকে এক বছর (১২ মাস) পর্যন্ত বৈধ।
  • আপনার আধার কার্ড, পিপিও নম্বর এবং আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বর আপনার কাছে রাখুন।
  • ডেডলাইনের কোনও চাপ নেই।

Leave a Comment