সৌভিক মুখার্জী, মুর্শিদাবাদ: বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় কাজ করতে গিয়ে প্রাণ হারাল বাংলার এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker Dead in Odisha)। সম্বলপুরে মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে সুতির বাসিন্দা এক যুবকের। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, মৃতের নাম জুয়েল রানা। বয়স ১৯। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পরিবার অভিযোগ করছে, ঘর থেকে টেনে বের করে নির্মমভাবে মারধর করা হয়েছে। এর জেরেই তাঁর মৃত্যু হয়।
ওড়িশায় গিয়ে মর্মান্তিক পরিণতি বাংলার যুবকের
সূত্রের খবর, জীবিকার সন্ধানে ওড়িশার সম্বলপুরে গিয়েছিল জুয়েল রানা। তাঁর সঙ্গী ছিল সুতির আরেক যুবক। দু’জন মিলে তাঁরা সেখানে একটি ভাড়া বাড়িতে থাকত। তবে বুধবার সন্ধ্যাবেলা কয়েকজন দুষ্কৃতি হঠাৎ করে ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। ঘর থেকে দু’জনকে বের করে এনেই বেধড়ক মারধর করা হয়েছে। আশেপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জুয়েলকে মৃত বলে ঘোষণা করে। তবে তার সঙ্গে থাকা আরেকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও গুরুতর।
জুয়েলের এই অকাল মৃত্যুতে গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মা নাজেমা বিবি বলেছেন, আমার দুই মেয়ে এবং এক ছেলে। ছেলের অনেক স্বপ্ন ছিল। কিন্তু নিমেষের মধ্যে সব শেষ হয়ে গেল। ওকে পিটিয়ে ওরা মেরে ফেলল। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। উল্লেখ্য, ঘটনার খবর পেয়ে মৃত যুবকের বাড়িতে গিয়েছিলেন সুতি তৃণমূল কংগ্রেস বিধায়ক ইমানি বিশ্বাস। তিনি জানিয়েছেন, এই পরিবারকে সবরকম ভাবে সাহায্য করা হবে। ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেই পরিবারকে যা সাহায্য দরকার তা করতে হবে।
আরও পড়ুন: সাইলেন্ট কলের মাধ্যমেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট! কীভাবে সতর্ক থাকবেন?
এদিকে এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেছেন, এরকম ঘটনা বহুবার ঘটছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিশেষ করে মুসলিম পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং মারধর করা হচ্ছে। আর বিষয়টি কেন্দ্র সরকারকেও জানানো হয়েছে। কিন্তু কার্যকর করার কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। যে কারণে এই ঘটনা মাথাচাড়া দিয়ে বাড়ছে।