প্রীতি পোদ্দার, কলকাতা: একি কাণ্ড! আগামীর শিক্ষক-শিক্ষিকারাই এবার নিজেদের পরীক্ষায় করে বেড়াচ্ছেন টুকলি! তাও আবার অভিভাবকদের সহায়তায়! এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে। আর সেই কর্মকাণ্ড ক্যামেরায় বন্দি করতে গিয়েই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রীতিমত সেই ভিডিও ডিলিট করার জন্য সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন অভিভাবকরা।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার, ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে ডি.এল.এড পরীক্ষা ছিল। নির্দিষ্ট সময় মেনেই এদিন পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বাইরে একাধিক অসঙ্গতি দেখা গিয়েছিল। ভিডিওর মাধ্যমে দেখা যায় কয়েকজন পরীক্ষার্থীর অভিভাবকরা ঘাটাল বিদ্যাসাগর স্কুলের পেছনের গেট দিয়ে পরীক্ষার্থীদের কিছু জিনিস দেওয়া-নেওয়া করছিল। শুধু তাই নয়, চোখাচোখি হতেই কয়েকজন জানান কেউ চশমা নিতে ভুলে গিয়েছিল বলে সাহায্য করছে তো কেউ আবার বলছেন জলের বোতল নিতে ভুলে গিয়েছে। এদিকে হলের ভিতর ঢোকার সময় রীতিমত চেকিং করে ঢোকানো হচ্ছে। যার ফলে প্রশ্ন উঠছে কেন চেকিং এর পরেও স্কুলের পেছনের গেট দিয়ে অভিভাবকরা জিনিসপত্র দেওয়া নেওয়া করছে।
তুমুল বচসা বাধে ভিডিও নিয়ে
এদিন ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে ডি.এল.এড পরীক্ষা নেওয়ার সময় অভিভাবক এবং পরীক্ষার্থীদের এই কর্মকাণ্ড কয়েকজন সাংবাদিক ভিডিও এবং ছবি তুলতেই সাংবাদিকদের উপরে চড়াও হন অভিভাবকরা। প্রশ্ন করা হয় কেন অনুমতি ছাড়াই ভিডিও এবং ছবি তোলা হচ্ছে। রীতিমত হুমকি এবং শাসানি দেওয়া হয় তাঁদের। কয়েকজন অভিভাবক আবার সাংবাদিকদের পরিচয়পত্র দেখতে চান। না দেখাতে চাইলে গালিগালাজও করেন অভিভাবকদের একাংশ। যা নিয়ে তুমুল শোরগোল বেধে যায়।
আরও পড়ুন: ফারাক্কায় ট্রাফিক পুলিশের ASI-কে মারধর, প্রাণনাশের হুমকি! গ্রেফতার তৃণমূলের উপপ্রধান
প্রসঙ্গত ডি.এল.এড পরীক্ষা হল ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এটি একটি ২ বছরের পেশাদার শিক্ষক প্রশিক্ষণ কোর্স যা বিশেষভাবে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য শিক্ষকদের তৈরি করে। এদিকে প্রকাশ্যে আগামীর শিক্ষক-শিক্ষিকাদের টুকলি করার এই প্রবণতা দেখে পথচলতি অনেকেই তাজ্জব হয়ে যান। প্রশ্ন উঠছে ডিএলএড পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে।