ঘুঁচল অপবাদ! সিডনিতে ৪ উইকেট তুলে বড় কীর্তি গড়লেন হর্ষিত রানা

Harshit Rana New Record with four wickets in 3rd one day against Australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিডনিতেই ঘুঁচল হাজারো অপবাদ, উপবাস এবং বেলাগাম তকমা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে জাদু দেখালেন গৌতম গম্ভীরের কাছের লোক হিসেবে পরিচিত হর্ষিত রানা। মহম্মদ সিরাজ বা কুলদীপ যাদব নন, এদিন রানাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট ভেঙেছেন। তাঁর নেতৃত্বেই ভারতীয় বোলিং বিভাগ অজিদের 236 রানে গুঁড়িয়ে দিয়েছে। রানার হাতে এসেছে চারটি উইকেট। তবে সর্বাধিক উইকেট নেওয়ার পাশাপাশি এক বিশেষ কীর্তিও গড়ে ফেললেন KKR পেসার (Harshit Rana New Record)।

4 উইকেট নিয়ে বড় কীর্তি হর্ষিত রানার

ওয়ানডে সিরিজের তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় বোলিং বিভাগ। এদিন একেবারে ভিন্নরূপে দেখা গিয়েছিল রানাকে। দেশের হয়ে অস্ট্রেলিয়াকে 39 রান দেওয়ার পাশাপাশি তুলে নিয়েছিলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। বলাই বাহুল্য, আজ রানার হাতে বধ হয়েছেন অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, মিচেল ওয়েন এবং বোলার যশ হ্যাজেলউড। আর সেই সূত্রেই, প্রথম আট ওয়ানডে ম্যাচে সর্বাধিক উইকেট নেওয়া পঞ্চম ভারতীয় ক্রিকেটার হয়ে উঠেছেন হর্ষিত।

উইকেট পেয়েছেন বাকিরাও

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ছন্দে ফিরে রানার পাশাপাশি উইকেট পেয়েছেন ভারতের প্রত্যেক বোলারই। এদিন একার হাতে অস্ট্রেলিয়ার দুই উইকেট ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এছাড় কুলদীপ যাদব থেকে শুরু করে মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল এবং প্রসিদ্ধ কৃষ্ণা প্রত্যেকেই একটি করে উইকেট পেয়েছেন। তার দৌলতেই 50 ওভারের অনেক আগেই 236 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

অবশ্যই পড়ুন: এক ক্লিকেই ফাঁকা হবে ফোনের স্টোরেজ! দারুণ ফিচার নিয়ে এল WhatsApp

উল্লেখ্য, শনিবার চলতি সিরিজে তৃতীয়বারের মতো টস হারেন শুভমন গিল। সেই সূত্রে ভাগ্য জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এরপরই অধিনায়ক মিচেল মার্চ, ম্যাট রেনেশদের লড়াইকে সাক্ষী রেখে ভারতকে 237 রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। বর্তমানে সেই লক্ষ্য পূরণ করতেই লড়াই চালিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়াও।

Leave a Comment