ঘুরতে এসে হলদিবাড়িতে বসবাস! SIR আতঙ্কে বাংলাদেশে পালাতে গিয়ে গ্রেফতার যুবক

Cooch Behar

প্রীতি পোদ্দার, হলদিবাড়ি: ২৬ এর বিধানসভা নির্বাচন শুরু আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR প্রক্রিয়া বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। যদিও এই প্রক্রিয়া নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করলেও, পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাসের অভিযোগ তুলে অনেকদিন ধরে সরব রয়েছে বিজেপি। তাঁদের দাবি বিশেষ নিবিড় সংশোধন হলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে। ধীরে ধীরে সেই আশঙ্কাই যেন বাস্তবে হতে চলেছে। এবার এসআইআর আতঙ্কে চোরাপথে বাংলাদেশে পালাতে গিয়ে কোচবিহার (Cooch Behar) থেকে ধরা পড়লেন এক যুবক।

কোচবিহারে গ্রেফতার এক বাংলাদেশী

SIR শুরু হতেই চোরাপথে বাংলাদেশে পালানোর অভিযোগ বিগত কয়েকদিন ধরেই উঠে আসছে। এবার সেই ঘটনা ঘটল কোচবিহারের হলদিবাড়িতে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, শুক্রবার দুপুরে SIR আতঙ্কে ধরা পড়ার ভয়ে চোরাপথে বাংলাদেশে পালাতে গিয়ে ধরা পড়লেন বছর আঠাশের এক যুবক। ধৃতের নাম দুর্জয় রায়। তাঁকে কোচবিহারের হলদিবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর আসল বাড়ি বাংলাদেশে। স চার বছর আগে নাকি ভারতে এসেছিলেন এবং টাকার বিনিময়ে আধার কার্ড, প্যান কার্ড বানিয়ে ফেলেছিলেন তিনি। এবার SIR শুরু হতেই পালিয়ে যাওয়ার চক্রান্ত করেছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর থেকে সিঞ্জারহাট এলাকায় বাংলাদেশি যুবক দুর্জয় রায়কে অনেকক্ষণ ধরেই রাস্তায় ঘুরতে দেখছিলেন আর তাতেই সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর খবর দেওয়া হয় দেওয়ানগঞ্জ আউট পোস্টের পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ আসা মাত্রই দুর্জয়কে চেপে ধরা হয় এবং জিজ্ঞাসাবাদ করতেই শেষে তিনি স্বীকার করেন, যে তাঁর বাড়ি বাংলাদেশে। এরপর তাঁকে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ আউট পোস্টে নিয়ে যায় পুলিশ। এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন: ডাম্পারের ভারে ভেঙে পড়ল লোহার সেতু! হুলুস্থুল কাণ্ড তুফানগঞ্জে

কী বলছেন বাংলাদেশী যুবক?

ধৃত বাংলাদেশি যুবক জানান, “বছর চারেক আগে এখানে ঘুরতে এসেছিলাম। এরপর এখানে চা বাগান, হোটেলে কাজ করতাম। কিন্তু SIR শুরু হওয়ায় ভয়ের কারণে দালালের সঙ্গে যোগাযোগ করি। তার মারফত কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ ফিরে যাব ঠিক করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে কিছুই হল না।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই বাংলাদেশী যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল, ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, একটি ব্যাঙ্কের এটিএম কার্ড-সহ কিছু টাকা। গত মাসে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হলদিবাড়ির বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশি-সহ ২ জনকে গ্রেফতার করেছিল কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ। অভিযোগ বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তাঁরা।

Leave a Comment