ঘুষ নিতে গিয়ে ধরা পড়ে হাওয়ায় টাকা ওড়ালেন ASI, নোট কুড়িয়ে পালাল জনতা

Delhi

সৌভিক মুখার্জী, কলকাতা: এ যেন এক সিনেমার দৃশ্য! দিল্লির (Delhi) ওল্ড দিল্লির ব্যস্ততম এলাকা হাওজ কাজী থানার সামনেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হ্যাঁ, ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক পুলিশের ASI। তবে ধরা পড়ার পর যা ঘটলো, তা শুনলে হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হবে!

আসলে তিনি আচমকা ঘুষের টাকার বান্ডিল উপরের দিকে ছুঁড়ে মারেন। আর মুহূর্তের মধ্যে সেই উড়ন্ত নোট কুঁড়াতে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। যে যেখান থেকে পেরেছে ছুটে এসে 500 টাকার নোট কুড়াতে শুরু করে। পুলিশের চোখের সামনেই ভিড়ের মধ্যে কয়েক হাজার টাকা উধাও হয়ে যায়!

ঘটনাটি কী?

সম্প্রতি এক রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, গত 9 সেপ্টেম্বর সীতারাম বাজারের এক ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করেছিল যে, হাওজ কাজী থানায় কর্মরত ASI রাকেশ কুমার তাঁর কাছে ঘুষ চেয়েছিলেন। অভিযোগ মারফৎ মঙ্গলবার দুপুর 12 টা 30 মিনিট নাগাদ থানায় ডেকে পাঠানো হয় ওই অভিযোগকারীকে। আর ঠিক সে সময় ভিজিল্যান্স টিম ওত পেতে অপেক্ষা করছিল।

জানা গিয়েছে, অভিযোগকারীরা প্রথমে থানায় প্রবেশ করে। এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি ও ASI রাকেশ একসঙ্গে বাইরে বেরিয়ে আসেন। আর তখনই ভিজিল্যান্স টিম ASI-কে পাকড়াও করতে এগিয়ে যায়। পরিস্থিতি আঁচ করতে পেরেই সঙ্গে সঙ্গে ঘুষের টাকার বান্ডিলটি উপরের দিকে ছুড়ে মারেন ওই পুলিশ কর্মকর্তা।

তবে নোট উড়তেই ওই স্থানে উপস্থিত সাধারণ মানুষ টাকার দিকে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঁ, কুড়োতে থাকে একের পর এক 500 টাকার নোট। মুহূর্তের মধ্যে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। জনগণের ভিড় সামলাতে হিমশিমও খায় পুলিশ। শেষ পর্যন্ত রাকেশ কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং ভিড়ের ভেতরেই প্রায় 5000 টাকা উধাও হয়ে যায়। উল্লেখ্য, মোটামুটি 10,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছিল ভিজিল্যান্স টিম।

আরও পড়ুনঃ বাঁকুড়ায় শুরু হল ‘দুয়ারে পুলিশ’ কর্মসূচি

কেন ঘুষ আদায় করছিল ওই ASI?

অভিযোগকারী দাবি করছে, ASI রাকেশ কুমার তাকে ভুয়ো মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার জন্য টাকা চেয়েছিল। আর সেই ঘুষের টাকা তিনি মঙ্গলবার থানায় নিতে যাচ্ছিলেন। ঠিক তখনই ফাঁদে পা দিয়ে গ্রেফতার হলেন তিনি। উক্ত ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি ব্যস্ত রাস্তায় হঠাৎ এরকম দৃশ্য দেখেও হতবাক আমজনতা। তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ASI-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment