প্রীতি পোদ্দার, কলকাতা: কার্তিক মাসের শেষের দিকে তাপমাত্রার পারদ এতটাই নেমে গিয়েছিল যে সকলে অবাক হয়ে গিয়েছিল। এত জলদি শীত (Weather Update) পড়ে যাওয়ায় অনেকেই ভেবেছিল যে কার্তিকের শেষ থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দিল ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। শীত তো দূর, নভেম্বরের শেষদিকেও গরমের অস্বস্তিতে কাটাতে হচ্ছে সকলকে ৷ তাই সকলের মনে এইমুহূর্তে একটাই প্রশ্ন কবে থেকে পাকাপাকিভাবে শীত পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
মৌসম ভবনের পূর্বাভাস মিলিয়ে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মাঝামাঝি জায়গায় ফের তৈরি হলো নিম্নচাপ। তার জেরে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। যদিও এর প্রভাব বাংলায় পড়বে না, তবে শ্রীলঙ্কার কাছে তৈরি হয়েছে আরও এক নিম্নচাপ। আর সেই নিম্নচাপই এবার বঙ্গে শীতের পথে কাঁটা হয়ে আসতে চলেছে। বাড়তে চলেছে গরমের প্রভাব। সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে শীতের দাপট একদমই থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালের দিকে হালকা শীত শীত ভাব অনুভূত হলেও দুপুরের দিকে কড়া রোদ দেখা যাচ্ছে, যার জেরে গরমও অনুভূত হচ্ছে। আবহবিদরা জানিয়েছে, নিম্নচাপের প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত বাংলার আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: ভুয়ো নথি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা! অজস্র প্রার্থীকে চিহ্নিত করল SSC
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শীতের দাপট যেমন কমেছে উত্তরবঙ্গেও ঠিক এমনই অবস্থা আবহাওয়ার। দিনের বেলা যদিও আকাশ মূলত পরিষ্কার থাকছে কিন্তু ভোরে কুয়াশার দাপট বেশ দেখা যাচ্ছে কয়েকদিন ধরে। অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিশেষ করে দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেক্ষেত্রে তাপমাত্রা কমবে না। উল্টে রাতের তাপমাত্রা এক ধাক্কায় ২ ডিগ্রি বেড়ে যেতে পারে। এমনকি পরবর্তী ৩ দিন পারদ ওঠানামার বিশেষ সম্ভাবনা নেই। অর্থাৎ নভেম্বরের বাকি ক’দিন রাজ্যের আবহাওয়া এমনই থাকবে।