ঘূর্ণাবর্তের জেরে বাড়বে তাপমাত্রা! ছন্দপতন হতে চলেছে শীতের, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা কমায় (Weather Update) শীতপ্রেমী মানুষের মনে এক আলাদাই শান্তি বজায় ছিল, তবে এবার শীতবিলাসীদের জন্য এল এক দুঃখের খবর। আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূবালি বাতাস ঢুকতে শুরু করায় এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমি শীতল হাওয়ার দাপট কমবে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বাতাসের গতিপ্রকৃতি অনেকটাই পাল্টাবে। এবার বাস্তবে সেটাই হল। ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ক্রমশ উত্তর-পশ্চিম দিকের হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। তার বদলে বইছে পূবালি বাতাস। অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর জেরে আজ থেকেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এতদিন যেখানে তাপমাত্রা স্বাভাবিকের নিচে ছিল সেখানে তাপমাত্রা স্বাভাবিকের ঘরে গিয়ে ঠেকবে বলে জানা গিয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে। তবে আগামী বুধবার পর্যন্ত ভোরের দিকে কয়েকটি জেলায় কুয়াশা দেখা যেতে পারে। দৃশ্যমানতা কমে প্রায় ২০০ মিটার পর্যন্ত নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। বেলা বাড়লে সামান্য উষ্ণতা ও আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি বাড়াবে। রাতের দিকেও বেশ কয়েকটি জেলায় কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিমী শীতল হাওয়ার দাপট কম থাকবে।

আরও পড়ুন: বন্ধ হবে দুয়ারে রেশন! মামলা দায়ের সুপ্রিম কোর্টে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ মঙ্গলবার শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বহু জেলায় ভোরের দিকে ঘন কুয়াশার আশঙ্কাও রয়েছে বলে জানা গিয়েছে। যার ফলে দৃশ্যমানতা কমে আসতে পারে। এমনকি উত্তরের জেলাগুলিতে বেলা বাড়লে সামান্য উষ্ণতা ও আর্দ্রতা মিলিয়ে অস্বস্তি বাড়াবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে চলেছে। পাহাড়ি এলাকায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে বলে জানানো হয়েছে। তবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আশা করা যাচ্ছে ঘূর্ণাবর্ত কাটল ফের নিম্নমুখী হবে তাপমাত্রা।

Leave a Comment