ঘূর্ণাবর্তের ভোলবদলে আগমন নিম্নচাপের! দক্ষিণবঙ্গে জারি থাকবে বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণ পেরিয়ে গেলেও কখনও নিম্নচাপ, কখনও ঘূর্ণাবর্ত লেগেই রয়েছে দক্ষিণবঙ্গের ভাগ্যে। তাই কিছুতেই চলতি মরসুমে বৃষ্টি থামতেই চাইছে না। দিন রাত ঘন অন্ধকার হয়ে ঝরে পড়ছে বৃষ্টি, এর তাতেই আকাশের মুখ ভার। তবে এখনই কাটছে না বৃষ্টি দুর্যোগ। আগামী বেশ কয়েকদিন ঝড়বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায়। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া।

ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার দাপট

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জয়সলমের, কোটা, রাঁচী, বাঁকুড়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আর এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। জানা যাচ্ছে আগামী সপ্তাহেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত যেহেতু পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া বজায় থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

আরও পড়ুন: তহবিল থেকে প্ল্যান সব তাঁরই! মেট্রোর উদ্বোধনের আগে আবেগে ভাসলেন মমতা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ও ভারী বর্ষণ্যের সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। তবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে। এর সঙ্গে শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি হবে। তবে উত্তরের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী সোমবার পর্যন্ত। সেক্ষেত্রে ভূমি ধসের আশঙ্কাকেও তোয়াক্কা করা যাচ্ছে না।

Leave a Comment