ঘূর্ণাবর্ত-অক্ষরেখার চোখরাঙানির জের, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ টানা বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা বঙ্গের। সেইসঙ্গে গোদের ওপর বিষফোঁড়া হয়েছে বন্যা। ডিভিসির তরফে জল ছাড়ার জেরে বহু জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও তেমন যে দাপট চলছে তেমন কিন্তু নয়। যাইহোক, আজ বুধবার থেকে নতুন করে বাংলার আবহাওয়ার মুড বদল হতে চলেছে বলে খবর। মূলত একের পর এক ঘূর্ণাবর্ত সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর জন্য বৃষ্টির দাপট চলছে বাংলায়। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ২৫ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব অসমে। পাকিস্তান থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখা। আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Weather Today)? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। লক্ষ্মীবারে বৃষ্টির মাত্রা কয়েক গুণ বাড়বে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।

 

 

Leave a Comment