সহেলি মিত্র, কলকাতা: কখনো আকাশে রোদ ঝলমল করছে, তো আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে শরতের আকাশ। নিম্নচাপের প্রভাবে বাংলাজুড়ে ব্যাপক বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট তো রয়েছেই। আজ বৃহস্পতিবার থেকে আরও বৃষ্টি বাড়বে বাংলায় বলে খবর।
জানা গিয়েছে, বুধবার বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। বর্তমানে তার অবস্থান উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর। এর সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উঁচুতে। আগামী কয়েক ঘণ্টায় তা উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ড-ছত্তিশগড় উপকূল ধরে আরও পশ্চিম-উত্তর পশ্চিমে এগোবে। মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বিকানের, জয়পুর, দামোহ্, সম্বলপুর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার সৌজন্যে বৃষ্টি পাবে বাংলা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Today) হাল হকিকত সম্পর্কে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।
আগামীকালের আবহাওয়া
শুক্রবারের আবহাওয়া প্রসঙ্গে কথা বললে, এদিন স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এদিন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা এবং ঝাড়গ্রাম জেলায়।