ঘূর্ণাবর্ত, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার ত্রিফলা আক্রমণ! ভারী বৃষ্টি ৩ জেলায়, আজকের আবহাওয়া

weather today

সহেলি মিত্র, কলকাতা: এক নাগাড়ে বৃষ্টিতে বানভাসি উত্তর থেকে দক্ষিণ। বৃষ্টির দাপট যেন থামারই নাম নিচ্ছে না। তারওপর আজ আবার নতুন মাসের প্রথম দিন। আজ শুক্রবারও কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আসলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা হয়েছে। যার ফলে দুর্যোগের মুখে বাংলা।

আলিপুর আবহাওয়া অফিসের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত বিস্তৃত। উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের, রাঁচি এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মাসের প্রথম দিনই অর্থাৎ আজ শুক্রবার সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায়। বাদবাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাদবাকি জেলাগুলিতে যেমন মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত সঙ্গে ৪০  কিলোমিটার বেগে হাওয়া বইবে।

আগামীকালের আবহাওয়া

শনিবার আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদীয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া জেলায়। শনিবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এক ধাক্কায় বেশ খানিকটা বাড়বে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে বলে খবর।

Leave a Comment