প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় ‘মন্থা’র (Cyclone Montha) প্রভাব যে ব্যাপক প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশে সেটা আগেই আন্দাজ করেছিল হাওয়া অফিস। আর সেই পূর্বাভাস মিলেও গিয়েছে। তবে বাংলাতেও ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে। গতকাল দুপুর থেকেই বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির (Weather Update) শুরু হয়েছে। আশঙ্কা করা আগানিনজয়েকদিন দক্ষিণবঙ্গে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে।
গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কাকিনাড়ার কাছাকাছি মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে ল্যান্ডফল হয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, ঘূর্ণিঝড় মান্থা অন্ধ্র উপকূল পেরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়েছে। কিন্তু তার প্রভাব আগামী কয়েক দিন বাংলার আকাশেও বজায় থাকবে। ফলে রাজ্যের বহু জায়গায় ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে সপ্তাহের শেষ পর্যন্ত। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। জানা গিয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয় সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানা গিয়েছে। তবে শনি রবি থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে
আরও পড়ুন: ‘ওরা যেন কেউ চাকরি না পায়!’ SSC মামলায় রাজ্যকে সাবধান বার্তা সুপ্রিম কোর্টের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাব পড়লেও বাদ যাচ্ছে না উত্তরবঙ্গে জেলাগুলি। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তার সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।