সহেলি মিত্র, কলকাতাঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে কাকিনাড়া অঞ্চলের কাছে অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তমের মধ্যে একটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানতে পারে। যদিও এর প্রভাব বাংলায় পড়বে না। তবে গভীর নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টি পেতে পারে পশ্চিমবঙ্গ। এদিকে ঝড়-বৃষ্টির মাঝেই বাংলায় পারদ পতনের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Weather Today)। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ২ দিনে সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না, কিন্তু তার পরবর্তী ২ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়ার অবধি হ্রাস পাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ সোমবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি নামবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। সোমবার মূলত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলায়।
আগামীকালের আবহাওয়া
হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। তবে আবার কখনো ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। আপাতত এই ভারী বৃষ্টির তাণ্ডবলীলা চলবে ৩১ শে অক্টোবর অবধি। অপরদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ৩০ অক্টোবর থেকে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে ৩১ অক্টোবর অবধি ভারী বৃষ্টিপাত চলবে।