ঘোষণা হয়ে গেল ভদ্রেশ্বর গোল্ড কাপের নির্ঘণ্ট, কবে কার বিরুদ্ধে নামছে মোহনবাগান?

Bhadreshwar Gold Cup schedule has been announced

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হয়ে গেল দ্বিতীয় ভদ্রেশ্বর গোল্ড কাপের ঘোষণা। জানা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই আয়োজিত হবে এই বিশেষ টুর্নামেন্ট (Bhadreshwar Gold Cup)। সেই মতোই, রবিবার বিকেলে স্পন্দন স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হলো ম্যাচের নির্ঘণ্ট। আগামী জানুয়ারির 5 তারিখ থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। এই বিশেষ টুর্নামেন্টে অংশ নিচ্ছে শহরের দুই ঐতিহ্যবাহী দল মোহনবাগান এবং মহামেডান সহ আরও একাধিক ফুটবল ক্লাব। কবে কবে ম্যাচ?

ভদ্রেশ্বর গোল্ড কাপে কোন কোন দল অংশ নিচ্ছে?

রবিবার, স্পন্দন স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবি থেকে শুরু করে রিয়েল বুল কোচিং সেন্টারের সভাপতি সোমনাথ চট্টোপাধ্যায় এবং ভদ্রেশ্বর গোল্ডকাপের তরফে পার্থ নন্দী, দেবাশীষ নন্দী এবং পলাশ নন্দীরা। ওই সাংবাদিক সম্মেলনেই, আয়োজকরা একেবারে খোলাখুলি জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেবে মোহনবাগান, মহামেডান, কালীঘাট মিলন সংঘ, চার্চিল ব্রাদার্স সহ একাধিক ক্লাব।

অবশ্যই পড়ুন: ২০২৫ প্রায় শেষ, ICC-র র‍্যাঙ্কিং লিস্টে তিন ফরম্যাটে ভারতের অবস্থা কেমন?

মোহনবাগান এবং মহামেডানের ম্যাচ কবে কবে?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা জানিয়েছিলেন, টুর্নামেন্টের প্রথম দিন উদ্বোধনী ম্যাচ খেলবে মহামেডান। এদিন শহরের এই ঐতিহ্যবাহী দলের প্রতিপক্ষ হবে রাজনন্দিনী স্পোটিং। 5 জানুয়ারি প্রথম ম্যাচের পর 6 জানুয়ারি রয়েছে কালীঘাট মিলন সংঘ এবং রেলওয়ে এফসির ম্যাচ। এরপর 7 তারিখ কম্প্রটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে অ্যাসোসিয়েশন অফ ওড়িশা। এরপর 8 জানুয়ারি মুখোমুখি হবে মোহনবাগান এবং চার্চিল ব্রাদার্স।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে ফের সংখ্যালঘুর উপর হামলা! পিরোজপুরে জ্বালিয়ে দেওয়া হল পাঁচ হিন্দুর বাড়ি

9 এবং 10 জানুয়ারি রয়েছে এই টুর্নামেন্টের সেমিফাইনাল। এই পর্ব মিটলে 12 জানুয়ারি অনুষ্ঠিত হবে ভদ্রেশ্বর গোল্ড কাপের ফাইনাল। আপাতত যা খবর, এই টুর্নামেন্টের খেলা শুরু হবে দুপুর দুটো থেকে। শুধু তাই নয়, প্রতিযোগিতার উদ্বোধনের দিন রয়েছে বড় চমক। এই টুর্নামেন্ট উদ্বোধন করবেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সদস্য কীর্তি আজাদ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব অনির্বাণ দত্ত। সব মিলিয়ে, জমজমাটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের অপেক্ষায় ভক্তরা।

Leave a Comment