সৌভিক মুখার্জী, কলকাতা: কিছুতেই যেন শান্ত হচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump on Indian Rice)। এবার ভারতের চালের উপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চলেছেন তিনি। এমনিতেই ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য টানাপোড়েন নতুন কিছু নয়। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ইতিমধ্যেই। তবে এবার চড়া হারে মার্কিন শুল্ক সত্ত্বেও সেই দেশে ভারতের চাল বিক্রি নিয়ে আপত্তি জানালেন তিনি। সেই কারণেই অতিরিক্ত শূল্ক আরোপের সম্ভাবনা।
চড়া হারে শুল্ক সত্ত্বেও আমেরিকাতে ভারতের চাল রপ্তানি
বলাবাহুল্য, ভারতের চালের উপরও আমদানি শুল্কের কোনও ছাড় নেই। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য এখন আলোচনার পর্যায়ে। কিন্তু ভারতকে এদেশে চাল রপ্তানি করার অনুমতি কেন দেওয়া হচ্ছে, এবং চালের ক্ষেত্রে কোনও ছাড় আছে কিনা সে বিষয়ে জানতে চাইলে স্কট বেসেন্ট জানিয়েছেন, ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে এবং শুল্কের ক্ষেত্রেও কোনও ছাড় নেই। তবে ট্রাম্পের দাবি, ভারত এভাবে আমেরিকায় চাল রপ্তানি করতে পারে না।
প্রসঙ্গত, ট্রাম্প বরাবরই ভারতের বিরুদ্ধে ভুলভাল দাবি করে আসছেন। তিনি জানিয়েছেন, তিনি নাকি ৭/৮ টি যুদ্ধ থামিয়েছেন। এমনকি তার মধ্যে ভারত ও পাকিস্তানের যুদ্ধ সবথেকে বড়। আর সেই কারণেই তিনি এখন বাণিজ্যকে হাতিয়ার করছেন এবং অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। অপারেশন সিঁদুরের পর ট্রাম্প একাধিকবার ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার কৃতিত্ব নিতে চেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, বাণিজ্যকে হাতিয়ার করেই ভারত এবং পাক সংঘাত থামিয়েছিলেন তিনি। কিন্তু নয়া দিল্লি সেই দাবি বরাবরই অস্বীকার করে।
আরও পড়ুন: প্রশিক্ষণ চলাকালীন মদ্যপান, প্রেমিকার সাথে মত্ত! জেল IAF-র ১৫ জন ক্যাডেটের
এদিকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে ফেলেছিল পাকিস্তান। কিন্তু ভারত সেইসব দাবিকেও কোনও তোয়াক্কা করেনি। আর সেই ফাঁকেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ৫০% শুল্ক চাপিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যে বিরাট ধাক্কা লাগে। তবে সেসব সত্ত্বেও ভারত কীভাবে আমেরিকায় চাল রপ্তানি করছে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার, চালের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় কিনা।