চড়, চুল ধরে টানা! হামলার পর আতঙ্কে দিল্লির মুখ্যমন্ত্রী, এখন কেমন আছেন রেখা গুপ্তা?

Attack On Delhi CM new update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের বাড়িতেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। জানা যাচ্ছে, জন শুনানি চলাকালীন হঠাৎ বছর 35 এর এক ব্যক্তি রেখার উপর এই হামলা চালান। যদিও, ওই অভিযুক্তের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি।

মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো ওই ব্যক্তির সাথে কোনও রাজনৈতিক দলের যোগ রয়েছে কিনা, তাও জানা যায়নি। তবে ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লির সিভিল লাইনস পুলিশ স্টেশন। ঠিক কোন কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা চালানো হল, তা নিয়ে ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল?

একাধিক রিপোর্ট অনুযায়ী, দিল্লির বাসভবনে সাপ্তাহিক জন শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেখানেই আচমকা এক ব্যক্তি মুখ্যমন্ত্রীকে কিছু নথি দেওয়ার আবেদন জানান। আর তা দিতে গিয়েই হঠাৎ রেখার উপর হামলা চালান ওই ব্যক্তি। অভিযোগ, ওই ব্যক্তি নাকি দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়ও মেরে ছিলেন। ঘটনায় কিছুটা আতঙ্কিত রেখা!

শুধু তাই নয়, তাঁর চুল ধরেও টানা হয়েছিল বলেই উঠে আসছে নয়া অভিযোগ। আর এমন ঘটনার পরই ওই অভিযুক্তকে তড়িঘড়ি পাকড়াও করে রেখার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। আর এসবের মাঝেই দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। থেমে নেই রাজনৈতিক দ্বন্দ্বও!

এখন কেমন আছেন রেখা গুপ্তা?

জানা গিয়েছে, দিল্লির বাসভবনে হঠাৎ মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনায় তড়িঘড়ি সেখানে ছুটে যায় চিকিৎসক দল। তবে আপাতত যা খবর, খুব একটা চোট লাগেনি, মুখ্যমন্ত্রী রেখার। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলেই খবর। এরই মাঝে খবর পেতেই দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দিল্লি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর উপর কে বা কারা পরিকল্পনা করে হামলা চালালো, তা নিয়ে এবার অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে রাজধানীর পুলিশ।

 

অবশ্যই পড়ুন: শশুরকে বাবা সাজিয়ে পঞ্চায়েত অফিসে চাকরি করছিলেন বাংলাদেশের নাগরিক! ফের শিরোনামে বনগাঁ

উল্লেখ্য, নিজের বাসভবনেই সুরক্ষিত নন দিল্লির মুখ্যমন্ত্রী, এমন দাবি তুলেই গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস। কিছুটা ভিন্ন সুরে হলেও ঘটনাটিকে নিন্দার ছলেই বর্ণনা করেছে গেরুয়া শিবিরও। তাছাড়াও, রেখার উপর হওয়া হামলার ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী জুড়ে।

Leave a Comment