প্রীতি পোদ্দার, কলকাতা: সোমবার রাতভর বৃষ্টিতে (Weather Update) কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে যায়। বিভিন্ন গলিপথ জলমগ্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাত পর্যন্তও সেই জল নামেনি। যদিও পুজোয় বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। কিন্তু পুজোর মুখে এতটা খারাপ পরিস্থিতি হবে কেউ ভাবতে পারেনি। বুধবারেও ভোগান্তি কমলো না। এখনও অনেক এলাকায় জল নামেনি। আর তাতেই মাথায় হাত সাধারণ মানুষ সহ পুজো কমিটির উদ্যোক্তাদের। এমতাবস্থায় বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে
এইমুহুর্তে, উত্তর ওড়িশা, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকায় গতকাল থেকে নিম্নচাপ সক্রিয় আকার ধারণ করেছে। এবং এটি ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম দিকে এগিয়ে আসছে। আশা করা যাচ্ছে আগামী ১২ ঘন্টার মধ্যে এটি দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মায়ানমার উপকূল এবং পূর্বমধ্য বঙ্গোপসাগরে। এটি ক্রমেই পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং উপকূলীয় ওড়িশায় গভীর নিম্নচাপে পরিণত হবে। যার ফলে, পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের সর্বত্র জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কোনো এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আপাতত বলা হয়নি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই হলুদ সতর্কতা। এদিকে বৃষ্টি হলেও কমবে না আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া।
আরও পড়ুন: ‘আলিপুরদুয়ারে দুর্গা মন্দিরের মাইকে আজান শোনালেন মুখ্যমন্ত্রী’ বিস্ফোরক BJP বিধায়ক! ভিডিও
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এইমুহুর্তে বৃষ্টি দুর্যোগ থাকলেও উত্তরবঙ্গে অতটা প্রভাব পড়েনি। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে। বাকি দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে।