চতুর্থ টেস্টের আগে ভারতের প্রথম একাদশে বদল আনার দাবি করলেন রাহানে! সুযোগ পাবেন কুলদীপ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে, এজবাস্টনে জয়ের সরণিতে ফিরেছিল ভারতীয় দল। তবে লর্ডস টেস্টে ইংলিশদের মুখোমুখি হতেই ফের পিছিয়ে আসতে হল টিম ইন্ডিয়াকে। মূলত ব্যাটিং বিপর্যয় নিয়েই তৃতীয় টেস্টে ডুবেছে ভারতীয় দল।

কাজেই, শুভমনদের লক্ষ্য এখন চতুর্থ টেস্টে জয় তুলে সিরিজে সমতা ফেরানো। তবে সেই আসরের প্রাক্কালে বড় দাবি করে বসলেন ভারতীয় তারকা অজিঙ্কা রাহানে। টিম ইন্ডিয়ার বহু যুদ্ধজয়ের কারিগর তাঁর ইউটিউব চ্যানেলে ভারতীয় দলের প্রথম একাদশে বদল আনার দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, এই মুহূর্তে ভারতীয় দলে একজন অতিরিক্ত বলার অন্তর্ভুক্ত করা উচিত।

অতিরিক্ত বোলার চাইছেন অজিঙ্কা রাহানে

সম্প্রতি নিজের ইউটিউব ভিডিওতে ভারতীয় তারকা অজিঙ্কা রাহানে দাবি করেছেন, আমরা প্রত্যেকেই জানি যে চতুর্থ এবং পঞ্চম দিনে ব্যাট করাটা যথেষ্ট কঠিন। রান করাটা ততটাও সহজ নয়। তবে ইংল্যান্ড সত্যিই ভাল বোলিং করেছে।

এরপরই ভারতীয় তারকা বলেন, আমি মনে করি ভারত প্রথম ইনিংসে বড় স্কোর তৈরি করতে পারত, তবে সেই সুযোগ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। আমার মনে হয়, আগামী দিনে ভারতীয় দলে একজন অতিরিক্ত বোলার প্রয়োজন। কেননা, 20 উইকেট নিয়ে একটা গোটা টেস্ট ম্যাচ বা একটা গোটা সিরিজ জেতানো সম্ভব নয়।

লর্ডসে ভারতের হারের কারণ বলে দিলেন রাহানে

সোশ্যাল মিডিয়ায় লর্ডস টেস্টে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহানে বলেন, আমি বিশ্বাস করি লর্ডস টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া 75 থেকে 100 রান কম করেছিল, যা কোনও ভাবে ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও প্রথম ইনিংসে ভারত 387 রান করেছিল ঠিকই, তবে সেটা ছিল প্রতিপক্ষ দল ইংল্যান্ডের সমান।

সবশেষে রাহানে বলেন, ভারতের কাছে ম্যাচ জেতার জন্য মাত্র 193 রানের লক্ষ্য ছিল, কিন্তু ভারতীয় দলকে 170-এই থেমে যেতে হয়। 22 রানের ব্যবধান রেখেই জিতে যায় ইংল্যান্ড।

 

অবশ্যই পড়ুন: নিষ্ক্রিয় হয়ে গেল ১.১৭ কোটি আধার নম্বর, কেন এমন কড়া পদক্ষেপ নিল কেন্দ্র?

সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব?

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে রয়েছেন কুলদীপ যাদব। তবে দুঃখের বিষয় এখনও পর্যন্ত একটি ম্যাচেও জায়গা হয়নি তাঁর। এ প্রসঙ্গে ভারতের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের বক্তব্য, ইংল্যান্ডের বিরুদ্ধে ছন্দে ফিরতে কুলদীপকে একাদশে রাখা যেতে পারে। ও ম্যাচ উইনার। যাদবকে দলে নিল ও কিছু একটা করে দেখাতে পারে! কাজেই, অভিজ্ঞ ক্রিকেটারদের মতামতের পর এখন দেখার চতুর্থ টেস্টে ছন্দে ফিরতে কুলদীপকে একাদশে রাখা হয় কিনা।

Leave a Comment