সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ নভেম্বর, বৃহস্পতিবার। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি, SIR বন্ধের দাবি, SIR আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শিলিগুড়ি যুবকের থেকে উদ্ধার কাড়ি কাড়ি টাকা
শিলিগুড়িতে ট্রাফিক পুলিশ এক স্কুটার থামাতে গিয়ে ৩০ লক্ষ টাকার বেশি নগদ সহ মহম্মদ ওয়াসিম নামের এক যুবককে আটক করেছে। জানা যাচ্ছে, সিগন্যাল অমান্য করায় তাকে থামানো হলে ব্যাগ থেকে ১০০ টাকা, ২০০ টাকা এবং ৫০০ টাকার বান্ডিল পাওয়া যায়। আর টাকার উৎস এবং গন্তব্য সম্পর্কে কোনও নির্ভরযোগ্য জবাব না দিতে পারায় তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মেশিন এনে ভিডিওগ্রাফি করে টাকা গণনা করা হয়। একই দিনে শিলিগুড়ি জংশন থেকে পাচার হতে যাওয়া চারজন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) SIR আতঙ্কে ট্রেনের সামনে ঝাঁপ রিকশাচালকের
কামারহাটিতে ৬৩ বছরের রিকশাচালক অশোক কুমার সরদার SIR আতঙ্কে এবার ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় তিনি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়তে আতঙ্কিত ছিলেন। এমনকি পরিবারের বোঝানোর পরেও তিনি মানসিক চাপে বেলঘড়িয়া-দমদমে ব্রিজের কাছে ঝাঁপ দিয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার দুই পা কেটে ফেলতে হয়েছে। আগের দিন বাদুড়িয়ায় একই আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) হুগলিতে ফের চিট ফান্ড কেলেঙ্কারি
হুগলির খাদিনামোরে হেলথ সলিউশনের আড়ালে চলছিল চিট ফান্ড চক্র, যা থেকে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠছে। অল্প সময়ে টাকা ডবল, এমনকি ১২% পর্যন্ত সুদের লোভ দেখিয়ে হুগলি, বর্ধমান, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলার মানুষ ওই সংস্থায় টাকা রেখেছিল। বুধবার টাকা নিতে আসলে দেখা যায় অফিসে তালা বন্ধ করা। এমনকি আশেপাশে কেউ নেই। মালিক তুষার কান্তি মন্ডল পলাতক। প্রতারকরা সেখানে ব্যানার টানিয়ে বিক্ষোভ দেখান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বীরভূমে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি প্রধান শিক্ষকের
বীরভূমের লাভপুর আবাদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কর্মকারের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে টিফিনের সময় স্কুলে আটকে রেখে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ছাত্রী বাড়িতে সব জানানোর পর গ্রামবাসীরা পরদিন স্কুলে এসে অভিযুক্তকে মারধর করেছেন। এমনকি তাকে পুলিশে তুলে দেন। তার বিরুদ্ধে পকশো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিভাবক এবং গ্রামবাসীরা তার চাকরি বরখাস্ত করার দাবি জানিয়েছে। এমনকি ভবিষ্যতে কোনও স্কুলে নিয়োগ না দেওয়ারও দাবি জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) দেশজুড়ে যানবাহনের ফিটনেস পরীক্ষার ফি বাড়ল ১০ গুণ
দেশজুড়ে যানবাহনের ফিটনেস পরীক্ষার ফি এবার ১০ গুণ পর্যন্ত বেড়ে গেল। কেন্দ্রীয় মোটরযান বিধির পঞ্চম সংশোধন অনুযায়ী এখন ১০ বছর পুরনো গাড়িকে অতিরিক্ত ফি দিতে হবে। যানবাহনগুলিকে মোটামুটি ১০ থেকে ১৫, ১৫ থেকে ২০ এবং ২০ বছরের বেশি, এই তিন বয়সের গ্রুপে ভাগ করা হয়েছে। জানা যাচ্ছে, ২০ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ির ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা ফিটনেস ফি করা হয়েছে। পাশাপাশি দুই-তিন চাকা, হালকা, মাঝারি ও ভারী যানবাহনের ক্ষেত্রে ফি অনেকটা বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার
নীতিশ কুমার দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই রাজ্যপাল আরিফ মহম্মদ খান তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। তাঁর সঙ্গে ২৫ জন বিধায়ক এবং মন্ত্রীও শপথ নিয়েছেন। উপমুখ্যমন্ত্রী থাকছেন বিজয় সিংহ এবং সম্রাট চৌধুরী। তবে নীতিশের অসুস্থতা নিয়ে জল্পনা থাকলেও এনডিএ তাঁর নেতৃত্বেই ভোটে লড়েছে বলে খবর। শপথ গ্রহণে বহু মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) পাথরপ্রতিমায় বিডিও-র গাড়িতে আগুন
পাথরপ্রতিমার গোপালনগর গ্রাম পঞ্চায়েতেে বুধবার মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডবে একাধিক দোকান পুড়ে যায়। এমনকি বাড়ি, গোয়ালঘর, বাইকও পুড়ে ছারখার হয়ে যায়। তবে পাথরপ্রতিমার বিডিওর গাড়িও আগুন থেকে রক্ষা পায়নি। এতে মারা গিয়েছে কয়েকটি গবাদি পশুও। স্থানীয়রা দাবি করছে, কয়েকদিন ধরে দুষ্কৃতীদের তাণ্ডব দেখা যাচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এমনকি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় তৃণমূল বিধায়কের দাবি, একার পক্ষে এরকম হামলা সম্ভব নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) অনিল আম্বানির ১৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
আবারও অনিল আম্বানির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি। মানি লন্ডারিং মামলায় রিলায়েন্স গ্রুপের মোট ১৪০০ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে দিল, যেগুলি নবী মুম্বাই, চেন্নাই, পুনে এবং ভুবনেশ্বরে অবস্থিত। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ইডি তাঁর ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। সব মিলিয়ে এখন তাঁর মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ৯০০০ কোটি টাকা। তদন্তে রিলায়েন্স কমিউনিকেশন, রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স, রিলায়েন্স ইনফ্রা এবং রিলায়েন্স পাওয়ার এর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) SIR বন্ধ করার দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি মমতার
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন মালবাজারের বিএলও-এর আত্মহত্যাকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে। কাজের চাপ এবং আতঙ্কেই মৃত্যুর দাবি করেছে তৃণমূল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বাংলায় SIR প্রক্রিয়া থামানোর আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, অপরিকল্পিতভাবেই কাজ চাপানো, প্রশিক্ষণের ফাঁক, নথিপত্রের বিভ্রান্তি এবং আধিকারিকদের প্রতি হুমকি দেওয়ার ফলে একের পর এক আত্মহত্যার সৃষ্টি হচ্ছে রাজ্যে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ইন্টারভিউতে নাম না থাকায় পথে নামার হুঁশিয়ারি অপেক্ষামাণদের
এসএসসি একাদশ-দ্বাদশ ইন্টারভিউ তালিকা প্রকাশের পর এবার তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ২০১৬ সালের প্যানেলের নবম-দশম শ্রেণীতে বাদ পড়া প্রায় ৪৫০০ অপেক্ষমান চাকরিপ্রার্থীরা। দ্বিতীয়বার পরীক্ষা হওয়া সত্বেও বহু প্রার্থীর নাম সেই জায়গায় নেই। এমনকি অযোগ্য শিক্ষকের নাম উঠে আসায় বিতর্ক আরও বেড়েছে। রাসমণি পাত্র সহ অনেকেই দীর্ঘ আন্দোলনের পর বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। পাঁচ বছর ধরে বিক্ষোভ, প্রতিশ্রুতি, সব কিছুর পরেও তারা চাকরি পাননি। এবার তা নিয়েই আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন তারা।। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন