বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত রবিবার, ভারতের আক্রমণাত্মক বোলিংয়ের কাছে হার মেনেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের একেবারে শুরু থেকেই ক্রমাগত উইকেট তুলে প্রোটিয়াদের কার্যত মাঠে বসিয়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের দল। চতুর্থ টি-টোয়েন্টিতেও (India Vs South Africa) একই ঘটনার পুনরাবৃত্তি করতে চাইবে ভারত। সেক্ষেত্রে একাদশের উইনিং কম্বিনেশনে কি আদৌ কোনও বদল আসবে? বেশ কয়েকটি সূত্র বলছে, চতুর্থ ম্যাচে শুভমন গিলকে বিশ্রামে রাখতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে সহ অধিনায়কের জায়গায় এন্ট্রি নিতে পারেন তারকা ক্রিকেটার।
বাদ পড়বেন শুভমন?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচে গিল যে একেবারে ডাহা ফেল করেছেন তেমনটা বলা যায় না। তবে ব্যাট হাতে এদিন
আহামরি কিছুই করতে পারেননি এই ভারতীয় ক্রিকেটার। 28 বলে 28 রান করেই এদিন প্রতিপক্ষকে উইকেট দিয়ে বসেছিলেন ভারতীয় দলের তরুণ ওপেনার। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, কিছুদিন আগেই চোট কাটিয়ে ওঠায় এখনই গিলের উপর অতিরিক্ত দায়িত্ব দিতে চাইছে না বোর্ড। অন্যদিকে চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অংশ হওয়া সত্বেও বসে রয়েছেন সঞ্জু স্যামসন।
আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ যেহেতু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ক্ষেত্র তাই কমবেশি প্রায় সকলকেই চলতি সিরিজে খেলিয়ে তৈরি করে রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মূলত সে কারণেই নাকি আগামীকাল অর্থাৎ বুধবার চতুর্থ টি-টোয়েন্টিতে গিলের বদলে ওপেনিং করানো হতে পারে সঞ্জু স্যামসানকে। তাছাড়াও টিম ম্যানেজমেন্ট দেখতে চায় অভিষেক শর্মার সাথে ওপেনিং করার ক্ষেত্রে কতটা স্বাচ্ছন্দ বোধ করছেন সঞ্জু। সব মিলিয়ে বলাই যেতে পারে, আগামীকাল স্যামসনের আগমনে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে গিলকে। যদিও এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও রকম তথ্য মেলেনি। বলে রাখি, গিলের বদলি ছাড়া একাদশের উইনিং কম্বিনেশনে আর কোনও বিশেষ বদল আনবে না ভারত।
অবশ্যই পড়ুন: ভেঙ্কটেশকে অল্প দামে কেনার স্বপ্ন চুরমার KKR-র! আইয়ারকে ৭ কোটিতে দলে নিল কোহলির RCB
চতুর্থ টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেট রক্ষক), হর্ষিত রানা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং
এবং বরুণ চক্রবর্তী।