বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টিতে (India Vs South Africa) বাগাড়া হয় কুয়াশা। নবাবদের শহরে টিম ইন্ডিয়ার ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ভক্তরা। টানটান উত্তেজনার মধ্যেই শুরু হতে পারতো খেলা। তবে বুধবার রাতে কুয়াশা যেভাবে গোটা স্টেডিয়াম চত্বর নিজের চাদরের তলে নিয়ে নিয়েছিল তাতে ফ্লাডলাইটের জোরালো আলোও দেখা যাচ্ছিল না। ফলে শেষ পর্যন্ত বাতিল করতে হয় ম্যাচ। রিপোর্ট বলছে, চতুর্থ টি টোয়েন্টি বাতিল হয়ে যাওয়ায় সুবিধা পেয়ে গেল টিম ইন্ডিয়া।
চতুর্থ টি টোয়েন্টি বাতিল হওয়ায় সুবিধা পেল ভারত?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয় দিয়েই করেছিল সূর্যকুমার যাদবের দল। প্রথম টি-টোয়েন্টি জেতার পর দ্বিতীয়টিতে অপ্রত্যাশিতভাবে হারে ভারত। যদিও সেই ধাক্কা তৃতীয় ম্যাচে তুলে নিয়েছিলেন তিলক বর্মারা। মাঝের চতুর্থ টি-টোয়েন্টি বাতিল হয়ে যাওয়ায় এখন বাকি শুধুমাত্র আরেকটি ম্যাচ। এদিকে দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে চালকের আসনে ভারত। সে ক্ষেত্রে হিসেব বলে, পঞ্চম অর্থাৎ শেষ টি-টোয়েন্টিতে যদি দক্ষিণ আফ্রিকা হেরে যায় সে ক্ষেত্রে সহজেই সিরিজ পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া।
বর্তমানে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে শেষ ম্যাচ জিতেই সিরিজ জয়ের স্বাদ পাবে ভারত। তবে কোনও ভাবে যদি শেষ টি-টোয়েন্টি সূর্যদের হারতেও হয় সেক্ষেত্রে সমতায় পৌঁছবে সিরিজ। তাতে হারের কোনও সম্ভাবনাই নেই ভারতীয় দলের। এসবের বাইরে গিয়ে যদি শেষ পর্যন্ত পঞ্চম টি-টোয়েন্টিও বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে হিসেব অনুযায়ী চলতি সিরিজে জিতে যাবে টিম ইন্ডিয়া। তবে এসব না হলেও ভারতের কাছে শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ ঘরে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে।
অবশ্যই পড়ুন: কিডনির বিরল রোগে আক্রান্ত IPL 2026 এ KKR-র ভরসা ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিন
উল্লেখ্য, চলতি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল।। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সেই মতোই আজই লখনউ থেকে আহমেদাবাদ পৌঁছে যাওয়ার কথা রয়েছে দুই দলের। আপাতত রিপোর্ট যা বলছে তাতে, আবহাওয়া বা দূষণ কোনটাই আহমেদাবাদের ম্যাচ বিগড়ে দিতে পারবে না।