সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ যেটার জন্য অপেক্ষা করছিলেন সিরিয়াল প্রেমী দর্শক। আজ বৃহস্পতিবার ফের সামনে এল বাংলা সিরিয়ালগুলির TRP তালিকা। আর এই তালিকা দেখে নতুন করে বাঙালি দর্শকদের চক্ষু চড়কগাছ হয়েছে। যত সময় এগোচ্ছে ততই যেন টিআরপি যুদ্ধ আরও জোরালো হচ্ছে। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে, সেই যুদ্ধে লিপ্ত হয়েছে বাংলা সিরিয়ালগুলি। যাইহোক, এই সপ্তাহে সেরার মুকুট কোন চ্যানেলের কোন সিরিয়ালের মাথায় উঠল জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
কোন সিরিয়াল টপার হল?
স্টার জলসা নাকি জি বাংলা? কোন চ্যানেলের সিরিয়াল সেরা হয়েছে সেটা জানার জন্য প্রতি সপ্তাহে মুখিয়ে থাকেন দর্শকরা। এক কথায় দিনে দিনে যেন জমে উঠছে টেলিভিশনের লড়াই। যাইহোক, আগের সপ্তাহের থেকে এবারেও সেরকম হেরফের নেই। এবারেও স্টার জলসার পরশুরাম আজকের নায়ক হল বেঙ্গল টপার। প্রাপ্ত নম্বর ৭.৫। তবে এবারে সাড়া ফেলে দিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। এবারে দ্বিতীয় হয়েছে এই মেগা।
একনজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- প্রথম- পরশুরাম 7.5
- দ্বিতীয়- জগদ্ধাত্রী 7.4
- তৃতীয়- ফুলকি 7.2
- চতুর্থ- গৃহপ্রবেশ 6.8
- পঞ্চম- চিরসখা 6.6
- ষষ্ঠ- পরিণীতা 6.4
- সপ্তম- রাঙ্গামতি তীরন্দাজ 6.2
- অষ্টম- অনুরাগের ছোঁয়া+রোশনাই 5.8
- নবম- চিরদিনই তুমি যে আমার 5.5
- দশম- কথা 5.0 ।
- শেষ হচ্ছে মিঠিঝোরা
আরও পড়ুনঃ বাংলা ভাষাকে অপমান! বিতর্কের মাঝে মুখ খুললেন প্রসেনজিৎ
এদিকে চলতি সপ্তাহেই শেষ হচ্ছে জি বাংলার মিঠিঝোরা সিরিয়াল। অন্যদিকে শুরু হয়েছে প্রতীক সেনের ‘দাদামণি’সিরিয়াল। তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা কোনও র্যাঙ্ক করতে পারেনি এটি। তবে আগামী দিনে এই সিরিয়ালের অবস্থা কেমন হয় সেদিকে নজর থাকবে সকলের।