বিক্রম ব্যানার্জী, কলকাতা: এমনিতেই ছাত্রনেতা খুনের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। তার উপর নতুন নাটক বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League)। আজ, 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত BPL। এ বছর নতুন দল হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে চট্টগ্রাম রয়্যালসের। সেই মতোই চলছিল প্রস্তুতি। তবে প্রতিযোগিতা শুরুর ঠিক আগের দিন ঘটলো এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ দলের দায়িত্ব থেকে সরে গেলেন কর্ণধার। যার জেরে একপ্রকার বাধ্য হয়েই টুর্নামেন্টের নতুন দলটির দায়িত্ব কাঁধে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা নিয়ে এক প্রকার হাসির রোল পড়েছে নেট দুনিয়ায়।
কেন হঠাৎ দলের দায়িত্ব থেকে সরে গেলেন কর্ণধার?
বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন দল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা কিনে নিয়েছিল ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড নামক এক সংস্থা। সেই সংস্থার কর্ণধার কায়ুম রশিদ নিয়ম অনুযায়ী ওই দলের মালিকানা পান। সেই মতোই, গত নভেম্বরের নিলামেও অংশ নিয়েছিলেন তিনি। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে কায়ুম খুব পরিষ্কারভাবে জানিয়ে দেন, তাঁর দলে আগ্রহ দেখাচ্ছে না কোনও স্পনসার। সে কারণেই তিনি দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।
অবশ্যই পড়ুন: হিন্দুদের উপর নির্মম অত্যাচার! মালদা, শিলিগুড়ির হোটেলে নিষিদ্ধ বাংলাদেশের নাগরিকরা
এ প্রসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ইফতেখার রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কিছু ঘন্টা আগেই চট্টগ্রাম দলের মালিক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। তাই শেষ পর্যন্ত আমরা ওই দলটির দায়িত্ব নিয়েছি। চিঠিতে ওই সংস্থা জানিয়েছে সংবাদমাধ্যমের খবরের জন্য তারা কোনও স্পনসর পায়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটারদের যাতে আর্থিক সমস্যা না হয় সেদিকে নজর রাখব। গতবার রাজশাহীর ক্রিকেটারদের সাথে যেটা হয়েছে সেটা যাতে এবার না হয় সেটাই নিশ্চিত করবো আমরা।”
অবশ্যই পড়ুন: শিক্ষকদের রামধাক্কা দিল রাজ্য সরকার! বড় সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যানের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, কায়ুমরা দায়িত্ব থেকে সরে যাওয়ায় চট্টগ্রাম দলের টিম ডিরেক্টর করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশারকে। এখানেই শেষ নয়, দলটির কোচ হয়েছেন মিজানুর রহমান বাবুল। পাশাপাশি ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে নাফিস ইকবালকে। সব মিলিয়ে, মালিকের অনুপস্থিতিতে যে কোনও প্রকারে চট্টগ্রাম দলটিকে BPL এ নামাতে তৈরি BCB।