চলতি টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলি আর খেলবেন না বুমরাহ? জানিয়ে দিল BCCI

BCCI On Jasprit Bumrah will he play remaining matches of running T20 Series

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আন্তর্জাতিক 20 ওভারের ক্রিকেটে 100 উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ভারতীয় বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহ। সেই তারকা প্লেয়ারকেই গতকাল ধর্মশালার ম্যাচে পায়নি দল। আচমকা বুমরাহর অনুপস্থিতি চিন্তা বাড়িয়েছে ভক্তদের। ঠিক কোন কারণে জসপ্রীতকে একাদশ থেকে তুলে নেওয়া হল তা নিয়েও ক্রমশ বাড়ছে জল্পনা। তাহলে কি চলতি টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলবেন না ভারতের এই তারকা বোলার? বড়সড় আপডেট দিল BCCI (BCCI On Jasprit Bumrah)।

টি-টোয়েন্টি সিরিজের পরবর্তী ম্যাচগুলিতে খেলবেন না বুমরাহ?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের ফর্মে থাকা বুমরাহকে আচমকা একাদশ থেকে তুলে নেওয়ায় যথেষ্ট উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় বয়ে যাচ্ছে। ঠিক কোন কারণে বুমরাহকে বসিয়ে দেওয়া হল তাও জানতে চাইছেন ভক্তরা? এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, ধর্মশালার ম্যাচের আগেই কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে বাড়িতে যেতে হয়েছিল বুমরাহকে। মূলত সে কারণেই তাকে তৃতীয় টি-টোয়েন্টিতে পায়নি টিম ইন্ডিয়া।

এখন প্রশ্ন, আসন্ন ম্যাচগুলিতেও কি খেলবেন না ভারতীয় বোলিং বিভাগের স্তম্ভ? এ নিয়ে একটি আপডেট দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। BCCI এর তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, বুমরাহ কবে ফের দলে ফিরবেন। আদৌ তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাকি ম্যাচগুলিতে খেলবেন কিনা এ সংক্রান্ত সমস্ত তথ্য খুব শীঘ্রই জানানো হবে। তা নিয়ে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

 

অবশ্যই পড়ুন: বলে বলে ৭ গোল, পাকিস্তানের পর এবার বাংলাদেশের দলকে গুঁড়িয়ে সাফ ফাইনালে ইস্টবেঙ্গল

উল্লেখ্য, রবিবার, বুমরাহ না থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কামাল দেখিয়েছেন ভারতীয় দলের বোলাররা। এদিন কুলদীপ যাদব থেকে শুরু করে বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া, হর্ষিত রানা এমনকি শিবম দুবেও উইকেট পেয়েছেন। আর তাতেই 117 রানে গুটিয়ে গিয়ে ভারতের জয়ের রাস্তা সহজ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাই।

Leave a Comment