চলন্ত গাড়িতে তিন ঘণ্টা ধরে পাশবিক নির্যাতন, ফরিদাবাদে নৃশংস গণধর্ষণ

Faridabad

সৌভিক মুখার্জী, ফরিদাবাদ: বছরের শেষে নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলল ফরিদাবাদের (Faridabad) এক মর্মান্তিক ঘটনা। চলন্ত গাড়ির ভিতরে প্রায় তিন ঘন্টা ধরে নির্যাতনের শিকার হলেন এক মহিলা। শেষ পর্যন্ত গভীর রাতে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে পালিয়েছে অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আর অপরাধে ব্যবহৃত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদেরকে জেরা করা চলছে।

কীভাবে ঘটল এই ঘটনা?

পুলিশ বলছে, নির্যাতিতা তিন সন্তানের মা। স্বামীর সঙ্গে বিবাদের জেরেই তিনি মায়ের বাড়িতে থাকছিলেন। আর মঙ্গলবার সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি বাড়ি ছেড়ে বেরিয়ে যান। সেই সময় লিফট দেওয়ার নাম করে দু’জন যুবক তাঁকে গাড়িতে তুলেছিল। তারপরেই শুরু হয় পাশবিক নির্যাতন। অভিযোগ ওঠে, প্রায় আড়াই থেকে তিন ঘন্টা ধরে চলন্ত গাড়ির মধ্যে তাঁকে আটকে রেখে নির্যাতন করা হয়।

আরও পড়ুন: পিছোল CBSE দশম-দ্বাদশের পরীক্ষার দিন! দেখে নিন নয়া সূচি

বুধবার রাত তিনটে নাগাদ ফরিদাবাদ এসজিএম নগরের রাজাচক এলাকায় মোল্লা হোটেলের কাছে চলন্ত গাড়ি থেকেই তাঁকে ফেলে দেয় অভিযুক্তরা। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাত লাগে তাঁর এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ভোর সাড়ে তিনটে নাগাদ নির্যাতিতা তাঁর বোনকে বারবার ফোন করে। খবর পাওয়া মাত্রই বোন ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ছেড়া পোশাক ও আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে। তারপর দ্রুত ফরিদাবাদ সিভিল হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দিল্লিতে রেফার করা হলেও পরিবারের সিদ্ধান্ত তাঁকে ফরিদাবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: গুঁড়িয়ে গেল চিনের একচেটিয়া আধিপত্য! চাল উৎপাদনে বিশ্বে প্রথম ভারত

এ বিষয়ে ফরিদাবাদ পুলিশের মুখপাত্র জশপাল সিং জানিয়েছেন, ৩০ ডিসেম্বর কোতোয়ালি থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। সঙ্গে সঙ্গে মামলা দায়ের করে ক্রাইম ব্রাঞ্চ অভিযানে নেমেছে। পুলিশ ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করেছে, আর গাড়িটিকে উদ্ধার করা হয়েছে, এবং মামলার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment