সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান যুগে দাঁড়িয়ে স্মার্টফোন আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলেও এখনো পর্যন্ত দেশের একটি বিশাল জনগোষ্ঠী সেই ফিচার ফোনের উপরেই ভরসা রাখে। হ্যাঁ, একসময় যে সমস্ত ফোন শুধুমাত্র কল করা বা এসএমএস পাঠানো কিংবা এফএম রেডিওর মতো পরিষেবা দিত, আজ সেই ফোনেই দেখা যায় ইউটিউব, OTT-এর মতো সুবিধা। এমনকি ইউপিআই পেমেন্ট পর্যন্ত করা যায়, আর দামও 3000 টাকার মধ্যে (Mobile Phone Under 3000)। তো চলুন দেখে নেওয়া যাক, কোন কোন ফিচার ফোন আজকাল এইসব সুবিধা দিচ্ছে।
Nokia 105 Classic
একসময় বাজার কাপানো নাম ছিল নোকিয়া। আর এখনো যারা সহজ-সরল ফোন চান, তাদের জন্য Nokia 105 Classic হতে পারে এক্কেবারে সেরা বিকল্প। কারণ শক্তপোক্ত বডি, দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ আর নির্ভরযোগ্য কোয়ালিটির জন্য এই ফোন আজও গ্রামীন ও সাধারণ ব্যবহারকারীদের জন্য পছন্দের তালিকায় প্রথমে থাকে।
HMD 110 4G
নোকিয়ার মতোই ভারতের বাজারে এবার নিজের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছে HMD। হ্যাঁ, তাদের HMD 110 4G ফোনটি শুধুমাত্র ফোন কল নয়, বরং ইউটিউব দেখা থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট, এমনকি পিছনে একটি ক্যামেরার সুবিধা দিচ্ছে। হ্যাঁ, দীর্ঘস্থায়ী ব্যাটারি, সি টাইপ চার্জিং আর ওয়ারলেস এফএম রেডিওর মতো সুবিধা দিচ্ছে এই ফোন। এমনকি ফোনটির দামও খুব বেশি না। এই ফোনটি অনলাইনে মাত্র 2999 টাকায় পাওয়া যাচ্ছে।
Jio Bharat V4 4G
যারা জিও-এর উপর ভরসা রাখেন, তাদের জন্য দারুন অপশন হল Jio Bharat V4 4G। কারণ মাত্র 799 টাকার এই ফোনে পাওয়া যাবে জিও টিভি থেকে শুরু করে জিওহটস্টার পরিষেবা। শুধু তাই নয়, জিও সাউন্ডের মাধ্যমে সহজেই ইউপিআই লেনদেন করা যাবে। আর এলইডি টর্চ থেকে শুরু করে ডিজিটাল ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, সবই রয়েছে এই ফোনটিতে। কিন্তু মনে রাখতে হবে যে, এতে শুধুমাত্র জিওর নেটওয়ার্কই ব্যবহার করা যাবে।
তাই আজকালকার দিনে দাঁড়িয়ে স্মার্টফোনের বাজারে যারা কম খরচে ফিচার ফোনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার স্বাদ পেতে চান, তাদের জন্য এই ফোনগুলি হতে পারে নিঃসন্দেহে সেরা বিকল্প। কারণ এগুলিতে ইউটিউব দেখা থেকে শুরু করে ইউপিআই পেমেন্ট, সব কিছুই এখন সম্ভব।