সহেলি মিত্র, কলকাতাঃ হাওড়া ডিভিশনের পর এবার শিয়ালদা ডিভিশনের (Sealdah railway division) যাত্রীদের জন্য রইল জরুরি খবর। কাজের জন্য নতুন করে শিয়ালদা ডিভিশনে আবারও বাতিল থাকতে চলেছে একগুচ্ছ ট্রেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, পয়েন্ট নং ২০৬ বি/২০৭ রুপান্তরের জন্য দমদম জংশন স্টেশন লিমিটে আগামী ৬ ডিসেম্বর শনিবার রাত ২২:৩০ থেকে ৭ ডিসেম্বর রবিবার সকাল ৫:৩০ অর্থাৎ ৭ ঘণ্টার জন্য ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এর ফলে একাধিক ট্রেন বাতিল থাকবে, সঙ্গে বেশ কিছু ট্রেন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
শিয়ালদা বিভাগে বহু ট্রেন বাতিল করল রেল
জানা গিয়েছে, ট্রাফিক ব্লকের জেরে রবিবার ৭ ডিসেম্বর ৩৩৪৩১ আপ শিয়ালদা-বারাসাত লোকাল, ৩৩৪৩২ ডাউন বারাসাত-শিয়ালদা লোকাল, ৩৩৮১৩ আপ শিয়ালদা-বনগাঁ লোকাল, ৩৩৮১৮ ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল। ৩২২১১ আপ শিয়ালদা-ডানকুনি লোকাল এবং ৩২২১২ ডাউন ডানকুনি-শিয়ালদালোকাল বাতিল থাকবে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে পূর্ব রেল।

এই ট্রেনগুলি পুননির্ধারণ করা হবে
এবার জেনে নেওয়া যাক কোন কোন ট্রেনকে পুননির্ধারণ করা হবে সে বিষয়ে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩১৪২ ডাউন নিউ আলিপুরদুয়ার -শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস শনিবার ৬ ডিসেম্বর ২:৩০ মিনিটের জন্য পুননির্ধারিত হবে অর্থাৎ নিউ আলিপুরদুয়ার থেকে ১২:০৫-এর বদলে ১৪:৩৫ মিনিটে ছাড়বে। অপরদিকে ১৩১৫৪ ডাউন মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস ৬ ডিসেম্বর শনিবার ১ ঘন্টা ৫০ মিনিটের জন্য পুননির্ধারিত হবে অর্থাৎ মালদা টাউন থেকে ২১:২৫ মিনিটের পরিবর্তে ২৩:১৫ মিনিটে ছাড়বে।
আরও পড়ুনঃ এন্ট্রি নিচ্ছেন পন্থ, রেড্ডি! শেষ ODI-তে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?
এছাড়াও ১৩১৬৪ ডাউন সহর্সা শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস শনিবার ১৪:১৫ মিনিটের পরিবর্তে ১৫:৫৫ মিনিটে ছাড়বে। ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি শিয়ালদা দার্জিলিং মেল ৬ ডিসেম্বর শনিবার হলদিবাড়ি থেকে ১৮:১৫ -র বদলে ১৯:৫৫ মিনিটে ছাড়বে বলে খবর। ব্লক চলাকালীন সময়ে বহু ট্রেন দেরিতে চলতে পারে, সেজন্য যাত্রী অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে পূর্ব রেল।