চলবে হাওড়া-ব্যান্ডেল AC লোকাল? বড় সিদ্ধান্ত নেওয়ার পথে রেল

howrah-bandel ac local

সহেলি কলকাতা: শিয়ালদার পর এবার হাওড়ায় এসি লোকাল চলবে? রেল সূত্রে জানা গিয়েছে, এবার হাওড়া বিভাগের অনেক রুটে এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিয়ালদহ বিভাগের তিনটি গুরুত্বপূর্ণ শাখা যেমন শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদা-কৃষ্ণনগর রুটে সম্প্রতি শুরু হয়েছেন এসি লোকাল ট্রেন। এদিকে এই ট্রেন চালু হওয়ার পর প্রতিদিনই ভালো যাত্রী হচ্ছে। এহেন পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে, তাহলে কি হাওড়া থেকেও এসি লোকাল চালানো হবে? যদি চলে তাহলে কোন রুটে ছুটবে? জেনে নিন বিশদে।

এবার হাওড়া থেকেও ছাড়বে এসি লোকাল?

এবার হাওড়া থেকে এসি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে রেল। সূত্রের খবর, দুটি এসি রেকের জন্য রেলওয়ে বোর্ডের কাছে আবেদন করা হয়েছে। অনেকেই মনে করেন যে, এমন পরিস্থিতিতে এই বিভাগের প্রথম এসি লোকাল ট্রেনটি হাওড়া-ব্যান্ডেল (Howrah-Bandel AC Local) রুটে চালানো যেতে পারে। কারণ, প্রতিদিন হাজার হাজার যাত্রী এই রুটে লোকাল ট্রেনে যাতায়াত করেন। হুগলি ঘাটের বাসিন্দা তৃষা রায় নিয়মিত ব্যান্ডেল থেকে ট্রেনে হাওড়া যাতায়াত করেন। এসি লোকাল সম্পর্কে শুনে তিনি খুবই খুশি হন। তিনি বলেন, শিয়ালদহ বিভাগে এসি লোকাল ট্রেন চলাচল শুরু হওয়ার দিন থেকেই এই রুটের যাত্রীরা অপেক্ষা করে আসছেন।

তাঁর কথায়, ‘আজ হোক কাল হোক, হাওড়া থেকে এসি লোকাল চলবে। শিয়ালদহের যাত্রীরা ঠান্ডা হাওয়া উপভোগ করবেন, আমরা কি বঞ্চিত থাকব? রেলওয়েও এই বিষয়টি নিয়ে ভাবছে।’ শ্রীরামপুরের বাসিন্দা মৌমিতা ভৌমিক বলেন, “এসি রেকের আসন ভর্তি হয়ে যাচ্ছে। অনেকেই দাঁড়িয়ে আছেন। তাই, এসি লোকাল ট্রেন চালানোর ব্যাপারে রেলের কোনও আপত্তি থাকা উচিত নয়। এবার দেখা যাক, হাওড়া থেকে এসি লোকাল ট্রেন চলে কিনা।”

কী বলছে রেল?

হাওড়া থেকে এসি লোকাল চালানো হবে কিনা সেই বিষয়ে মুখ খুলল রেল। পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তা দীপ্তিময় দত্ত বলেন, “এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনও খবর নেই। খবর এলে আমরা অবশ্যই আপনাকে জানাব।”

Leave a Comment