সহেলি মিত্র, কলকাতাঃ একদিকে যখন বকেয়া ডিএ মামলাকে ঘিরে উত্তাল বাংলা, তখন অন্যদিকে সরকারের চাপ বাড়াতে চলেছেন চাকরিহারা শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মীরা। এবার উপায় না দেখে নবান্ন অভিযানের পরিকল্পনা করছেন সকলে বলে খবর। এমনিতেই ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মীরা। কিছু শিক্ষক কাজে যোগ দিলেও ভাগ্যের শিঁকে ছেঁড়েনি শিক্ষা কর্মীদের। এরপর দীর্ঘদিন ধরে আন্দোলন, বিক্ষোভ, দফায় দফায় প্রশাসনিক মহলে বৈঠক করেও লাভের লাভ কিছু হয়নি। ফলে এবার সকলে নবান্নের পথে যাবেন বলে খবর।
এবার নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের!
মাঝে নবান্নের তরফে শিক্ষা কর্মীদের মাসে মাসে ভাতা দেওয়ার ঘোষণা করা হলে কলকাতা হাইকোর্ট সাফ সাফ জানিয়ে দিয়েছে এখনই রাজ্য সরকার কাউকে ভাতা দিতে পারবে না। স্বাভাবিকভাবেই এই রায় রামধাক্কার সমান শিক্ষা কর্মীদের কাছে। মূলত এবার চাকরি ফেরতের দাবিতে ‘নবান্ন চলো’-র ডাক দিলেন শিক্ষা কর্মীরা। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কবে এই নবান্ন অভিযান হবে?
আরও পড়ুনঃ নিম্নচাপ সরলেও চলবে অক্ষরেখার দাপট, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া
চাকরি ফেরত এবং যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে নবান্ন চলো-র ডাক দেওয়া হয়েছে বলে খবর। আগামী ৩ জুলাই অর্থাৎ আগামীকাল শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন শিক্ষা কর্মীরা। তাঁদের দাবি, চাকরি মামলায় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বারংবার কথা বলেও লাভের লাভ কিছু হয়নি। বরং খালি হাতেই ফিরতে হয়েছে তাঁদের। তাই এবার নবান্ন যাওয়ার সিদ্ধান্ত।
ভাগ্য বদলাবে চাকরিহারাদের?
শিক্ষা কর্মীদের দাবি, ‘যোগ্য গ্রুপ সি, গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে যোগ্য শিক্ষাকর্মীরা বিকাশ ভবনে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এসেছিলাম।’ কিন্তু সব ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে আন্দোলনকারীরা জানিয়েছেন, ‘আগেই মতোই আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যোগ্য ও অযোগ্যের তালিকা এখনও প্রকাশ করেনি সরকার। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৩রা জুলাই শান্তিপূর্ণভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছি।’ এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চাকরিহারাদের কপাল কি খুলবে? সেটা হয়তো সময়ই বলবে।