চাকরি না পেয়ে আত্মহত্যা B.Sc পাশ যুবকের? চিত্তরঞ্জনে দেহ উদ্ধার ঘিরে শোরগোল

chittaranjan pankaj kumar ram

সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর মাসে আরও এক খারাপ খবর। কোল খালি হল আরও এক মায়ের। এবার রেল লাইন থেকে উদ্ধার হল বিএসসি পাশ যুবকের দেহ। হ্যাঁ ঠিক শুনেছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়েছে আসানসোলের পোখরতল্লায়। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

রেললাইন থেকে বিএসসি পাশ যুবকের দেহ উদ্ধার

বিগত বেশ কিছু সময় ধরে রূপনারায়ণপুর চিত্তরঞ্জন (Chittaranjan) এলাকার মধ্যে একের পর এক রেললাইনে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‌ আজ মঙ্গলবারই রূপনারায়ণপুর রেল ব্রিজের নিচে এক নিরাপত্তা রক্ষীর দেহ উদ্ধার হয়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে আরও এক মৃত্যু। জানা গিয়েছে কানগোই সংলগ্ন রেললাইনে আজ এক যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম পঙ্কজ কুমার (২৭)।

আরও পড়ুনঃ স্কুল তহবিলের টাকায় বিদেশ ভ্রমণ, তছরুপ প্রায় ৩৫ লক্ষ! বারুইপুরে সাসপেন্ড প্রধান শিক্ষক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিহিজাম নিউ কলোনি পোখরতল্লার বাসিন্দা পঙ্কজ কুমার রামের ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। ২৭ বছরের পঙ্কজ কুমার বিএসসি পাশ। গত তিন বছর যাবত তার মানসিক পরিস্থিতি অনুকূল ছিল না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মেলেনি চাকরি। প্রশ্ন উঠছে, ইচ্ছা করেই কি ট্রেনের সামনে এসে গিয়েছিলেন পঙ্কজ? জেনে বুঝে আত্মহননের পথ বেছে নিয়েছে সে?

বিশেষ আবেদন পুলিশের

যাইহোক, এহেন ঘটনা সামনে আসার পর পুলিশের পক্ষ থেকে রেল যাত্রী এবং স্থানীয় মানুষজনের কাছে বিশেষ আবেদন জানিয়ে বলা হয়েছে তারা যেন অন্যমনস্কভাবে রেললাইন পারাপার না করেন, তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে না যান। এরকম করলে যে কোনও মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। যাইহোক, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে খবর।

Leave a Comment