চাকরি পরিবর্তন করেছেন? এই কাজ না করলে পাবেন না PF-র সুদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে অধিকাংশ চাকুরীরত কর্মীদেরই EPF অ্যাকাউন্ট রয়েছে। আসলে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO প্রয়োজনীয় সময়ে কর্মীদের বিভিন্ন শর্তে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার অনুমতি দিয়ে থাকে। তবে অনেকেই হয়তো জানেন না, চাকরি পরিবর্তন করার সময় EPF অ্যাকাউন্ট স্থানান্তর করা না হলে প্রথম সংস্থার তরফে পাওয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থের ওপর সুদ বন্ধ হয়ে যায়।

তাই চাকরি পরিবর্তন করার সময়ে অর্থাৎ পুরনো কোম্পানি থেকে নতুন কোম্পানিতে শিফট করার পর্বে নিজের EPF অ্যাকাউন্টটি স্থানান্তর করে নেওয়া উচিত। কীভাবে করবেন? রইল গোটা পদ্ধতি।

কীভাবে EPF অ্যাকাউন্ট স্থানান্তর করা যাবে?

রিপোর্ট বলছে, সব ক্ষেত্রে পুরনো সংস্থা থেকে নতুন কোম্পানিতে শিফট হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে EPF অ্যাকাউন্ট স্থানান্তরিত হয় না। আসলে এই কাজটি তখনই সম্ভব যখন একজন কর্মচারীর পুরনো সংস্থা ও তার EPF অ্যাকাউন্ট দুইই EPFO-র আওতায় থাকবে।

বলে দিই, পুরনো কোম্পানি ছেড়ে নতুন সংস্থায় যোগ দেওয়ার ক্ষেত্রে UAN অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরটি একই থাকে, শুধু অ্যাকাউন্ট স্থানান্তরিত হয়। কীভাবে ঘরে বসে করা যাবে এই কাজ? দেখে নিন।

EPF অ্যাকাউন্ট ট্রান্সফার করতে প্রথমেই আপনাকে EPFO-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোম পেজ থেকে অনলাইন সার্ভিসেস অপশনটি খুঁজে সেটিতে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে ফর এমপ্লয়িজ অপশনে ক্লিক করে নিচে স্ক্রোল করে এসে ওয়ান মেম্বার ওয়ান EPF অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।

এর মাধ্যমে অ্যাকাউন্ট ট্রান্সফারের আবেদন পৌঁছবে সংস্থার কাছে। কিছুটা অপেক্ষা করে এরপর ব্যক্তিগত তথ্য ও প্রভিডেন্ট ফান্ডের যাবতীয় বিবরণ যাচাই করে নিয়ে গেট ডিটেলস অপশনে ক্লিক করে দিন। এবার ভেরিফিকেশনের জন্য বর্তমান অথবা পূর্বের কোম্পানি নির্বাচন করে নিন।

এই প্রক্রিয়ার জন্য UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে। এরপর গেট OTP অপশনে ক্লিক করে ফোনে আসা OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন। এরপর একটি ট্র্যাকিং আইডি পাবেন।

এই কাজগুলি সম্পন্ন করার পর ফর্মটি প্রিন্ট করে তাতে সই করে আগামী 10 দিনের মধ্যে EPFO সংস্থাটিতে জমা দিন। এরপর গোটা বিষয়টি প্রসেসিং হবে। আপনার পুরনো সংস্থা গোটা বিষয়টি যাচাই করার পর তাতে অনুমোদন দিলে EPFO আপনাকে SMS এর মাধ্যমে আপডেট দেবে।

অবশ্যই করুন: দোসর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

উল্লেখ্য, কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা EPFO-র নিয়ম অনুযায়ী যদি কোনও কর্মচারী 36 মাস অর্থাৎ 3 বছর ধরে নিজের EPF অ্যাকাউন্টের প্রয়োজনীয় কাজ না করেন সেক্ষেত্রে ওই EPF অ্যাকাউন্টটিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় হিসেবে ধরে নেওয়া হয়।

Leave a Comment