সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের কোটি কোটি তরুণ-তরুণীর জন্য এবার বিরাট পদক্ষেপ কেন্দ্র সরকারের। চাকরি পেতে চলা সদ্য যুবক-যুবতীদের জন্য এবার কেন্দ্রীয় মন্ত্রীসভা আনুষ্ঠানিকভাবে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের (ELI Scheme) অনুমোদন দিল। আর এই স্কিমের আওতায় দেশের 1.92 কোটি যুবক-যুবতী প্রথমবার চাকরি পেয়েই হাতে পাবে 15,000 টাকা।
কী এই এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম?
সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যারা জীবনে প্রথমবার চাকরিতে যোগদান দিয়েছেন, তাদের উৎসাহ দিতেই এই স্কিম চালু করা হচ্ছে। আর এই স্কিম শুধুমাত্র আর্থিক সাহায্যের জন্য নয়, বরং আর্তনির্ভর হয়ে ওঠারও পদক্ষেপ। বলে রাখি, মোদি সরকারের পাঁচটি যুবকেন্দ্রিক প্রকল্পের মধ্যে এটি একটি, যার আওতায় 4.1 কোটি যুবককে কাজ, স্কিল ডেভেলপমেন্ট এবং নানারকম সুবিধা প্রদান করা হয়।
কত টাকা মিলবে এই স্কিমে?
জানা যাচ্ছে, চাকরি পেয়ে প্রথমবার EPFO-তে যুক্ত হলেই এই স্কিমের আওতায় 15,000 টাকা পাওয়া যাবে। তবে হ্যাঁ, দুটি কিস্তিতে টাকা দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে চাকরি শুরুর ছয় মাস পর। আর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে 12 মাস শেষে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম শেষ করার পর। আর এই টাকা সরাসরি PF অ্যাকাউন্টে ঢুকে যাবে, যা ভবিষ্যতে সঞ্চয়ের জন্যই কাজে লাগবে।
মিলবে কোম্পানিরও সুবিধা
এই স্কিম শুধুমাত্র চাকরিপ্রার্থীদের জন্য নয়, বরং কোম্পানিগুলিকেও সাহায্য করবে। কারণ, প্রতিটি নতুন নিয়োগ করা কর্মীর জন্য তারা 3000 টাকা অবধি সরকারের কাছ থেকে অনুদান পাবে। এমনকি যাদের মাসিক বেতন 10 হাজার টাকার নীচে, তাদের জন্য বিশেষ আর্থিক সহায়তাও দেওয়া হবে। তবে হ্যাঁ, এর জন্য কিছু শর্ত মানতে হবে কোম্পানিকে।
প্রথমত, সেই কোম্পানিকে EPFO রেজিস্টার্ড হতে হবে। দ্বিতীয়ত, 50 জনের কম কর্মী থাকলে অন্তত দুইজনকে নতুন নিয়োগ করতে হবে। তৃতীয়ত, 50 জনের বেশি কর্মী থাকলে কমপক্ষে পাঁচজনকে নিয়োগ করতে হবে এবং নিয়োগ করা কর্মীদের নূন্যতম 6 মাস কাজ করাতে হবে।
কারা এই স্কিমের যোগ্য?
জানিয়ে রাখি, এই স্কিমে যারা প্রথমবার চাকরিতে যোগদান দিচ্ছে, তারাই আবেদন করতে পারবে। পাশাপাশি যাদের মাসিক বেতন 1 লক্ষ টাকার কম এবং যারা প্রথমবার EPFO-তে যুক্ত হচ্ছে, তারাও আবেদন করতে পারবে। শুধু তাই নয়, কমপক্ষে ছয় মাস নির্দিষ্ট কোম্পানিতে কাজ করতে হবে।
আরও পড়ুনঃ PNB জালিয়াতির আর এক মুখ! যুক্তরাষ্ট্রে ধরা পড়ল নীরবের ভাই নেহাল মোদি
কী কী ডকুমেন্ট লাগবে?
এই স্কিমে আবেদন করার জন্য সেরকম কোনও ডকুমেন্টও চাওয়া হয়নি। শুধুমাত্র কোম্পানির জয়েনিং লেটার, EPFO-র UAN নম্বর, আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই হবে। এমনকি আলাদা করে আবেদন ফর্ম পূরণ করারও কোনও প্রয়োজন নেই। সরাসরি DBT-র মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।