সৌভিক মুখার্জী, কলকাতা: ষড়যন্ত্রের ফাঁদ এঁটেছিল চায়ের কাপেই। শ্বশুর শাশুড়ি এবং বাড়ির তিন মেয়েকে চা খাইয়ে ঘুম পাড়িয়ে প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা করেছিল বাগদার (Bagdah) দুই গৃহবধূ। তবে প্রথমবারের মতো নয়, বরং দ্বিতীয়বার চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু এবার পালিয়ে আর ভাগ্য সহায় হল না। পুলিশের হাতে ধরা পড়লেন উত্তর 24 পরগনার বাগদার দুই গৃহবধু।
কীভাবে ঘটল এই ঘটনা?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সোমবার বিকেলে বাগদার দুই ভাই ইয়াসিন শেখ এবং আনিসুর শেখ অভিযোগ করেছেন, তাঁদের স্ত্রী হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ। সন্দেহ করা হয় প্রতিবেশী যুবক আরিফ মোল্লাকে। ইয়াসিন ও আনিসুর দাবি করেছেন, তাঁদের দুই স্ত্রীকে নিয়ে ওই যুবক পালিয়েছেন। একই সঙ্গে আরিফের স্ত্রীও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে স্বামীর বিরুদ্ধে।
এরপরেই নড়েচড়ে বসে বাগদা থানার পুলিশ। মোবাইল ফোনের টাওয়ার লোকেশনে খতিয়ে দেখা হয় সমস্ত তথ্য। অবশেষে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই বৌমাকে পাকড়াও করেছে বাগদা থানার পুলিশ। তবে আরিফ তখনও ধরা পড়েনি।
সূত্রের খবর, পুলিশের ভ্যানে বসেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ওই দুই গৃহবধূ। ছোট বউ নাজমা মন্ডল প্রথমে বলেছিলেন, “না না, বিষ নয়, ওগুলো ঘুমের ওষুধই ছিল।” আবার পাশে বসা বড় বউ কুলচানও স্বীকার করেন যে, “চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, যাতে আমরা পালানোর সময় বাড়িতে কেউ ধরতে না পারে।”
সবথেকে বড় ব্যাপার, তাঁরা স্বীকার করেছেন যে দুজনেই একই প্রেমিক অর্থাৎ প্রতিবেশী আরিফ মোল্লার সঙ্গেই পালানোর চেষ্টা করেছিল। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরিফের কোনও হদিস মেলেনি। বর্তমানে তল্লাশি চলছে। জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মোবাইলে লোকেশন ট্র্যাক করেই দুই বৌমাকে ধরা হয়েছে। তবে আরিফ এখনো পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে।
আরও পড়ুনঃ সস্তায় বিকোচ্ছে Samsung Galaxy S25 Ultra! দারুণ অফার নিয়ে এল Flipkart
অন্যদিকে ধৃত দুই গৃহবধূকে বুধবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। পাশাপাশি একই প্রেমিকের সঙ্গে এরকম একই বাড়ির দুই বৌমার পালানোর ঘটনা নিয়ে গোটা বাগদা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে, তা বলার অপেক্ষায় রাখে না।