চার লেনের করোনেশন ব্রিজের বিকল্প সেতু, উপকৃত হবে দার্জিলিং, ডুয়ার্স! কবে শুরু কাজ?

coronation bridge

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি আগামী কিছু সময়ের মধ্যে উত্তরবঙ্গ ভ্রমণে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। উত্তরবঙ্গের প্রবেশদ্বার করোনেশন ব্রিজ (Coronation Bridge) হল পাহাড়প্রেমীদের কাছে এক আলাদাই আকর্ষণের জায়গা। এই ব্রিজের ওপর নিয়ে প্রতিদিন বহু ছোট, বড় গাড়ি ছুটে চলেছে। তবে এবার এই ব্রিজের বিকল্পও তৈরি করতে ইচ্ছুক কেন্দ্রীয় সরকার। তৈরি হতে পারে ৪ লেনের নতুন ব্রিজ।

করোনেশন ব্রিজের বিকল্প সেতু তৈরি হবে উত্তরবঙ্গে?

দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে আইকনিক করোনেশন সেতুর দীর্ঘ প্রতীক্ষিত বিকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শুরু হবে। এলেনবাড়ি থেকে সেবককে সংযুক্তকারী প্রস্তাবিত বিকল্প সেতুটি তৈরি হোক, দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্সের বাসিন্দারা। জানা গিয়েছে, সেতুটি চার লেনের হতে পারে।

এদিকে সকলের দাবিকে মান্যতা দিতে কেন্দ্রীয় সরকার প্রকল্পের জন্য ১,১৯০ কোটি টাকা অনুমোদন অবধি করেছিল, কিন্তু এখতিয়ারগত জটিলতার কারণে বছরের পর বছর ধরে নতুন সেতু তৈরি কাজ থমকে ছিল বলে অভিযোগ করেন দার্জিলিং-এর সাংসদ। তাঁর কথায়, “এই অংশটি মূলত পশ্চিমবঙ্গ পিডব্লিউডি-জাতীয় মহাসড়ক বিভাগের অধীনে ছিল। এখন এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের (এনএইচএআই) কাছে হস্তান্তর করা হয়েছে, যার ফলে কাজ শুরু হওয়ার পথ পরিষ্কার হয়ে গেছে।”

কী জানালেন সাংসদ?

রাজু বিস্তা জানান, সম্প্রতি তিনি NHAI কর্মকর্তাদের সাথে দেখা করেছেন এবং করোনেশন সেতুর স্থান পরিদর্শন করেছেন। কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে নতুন সেতু এবং এর সংযোগ সড়কটি শিলিগুড়ি রিং রোড এবং প্রস্তাবিত শিলিগুড়ি-গোরক্ষপুর এক্সপ্রেসওয়ে সহ একটি বৃহত্তর অবকাঠামোগত নীলনকশার অংশ হবে। তিনি আরও বলেন, রিং রোডের কাজও ধীরে ধীরে এগিয়ে চলেছে। “যদিও বৃহত্তর পরিকল্পনাটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে, বিকল্প সেতু এবং অ্যাপ্রোচ রোডের জন্য টেন্ডার ডিসেম্বরে শুরু হবে এবং এর পরপরই নির্মাণ কাজ শুরু হবে,” জানালেন সাংসদ।

Leave a Comment