চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু শিশুর! দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Durgapur

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠে এল খবরের শিরোনামে! ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের রামানুজন এলাকায়। সেখানকার এক চার বছরের শিশুর মৃত্যু ঘিরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হল একাধিক বিতর্ক। গোটা ঘটনার পিছনে আসল কারণ কী তার সন্ধানে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

ঘটনাটি কী?

শিশু মৃত্যুর ঘটনায়, পরিবারের তরফে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল চার বছরের শিশু ঋক বাগদি। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত শিশুটির হঠাৎ করে পেটের যন্ত্রণা শুরু হয়, তাই দেরি না করে শিশুটিকে তড়িঘড়ি প্রথমে নগর নিগমের উইলিয়াম কেরি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে নিয়ে যাওয়া হলে শিশুটিকে ভর্তি নেওয়া হয়নি। আউটডোরে প্রাথমিক চিকিৎসার পরে ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাস্তাতেই মৃত্যু হয় ওই শিশুর।

বিক্ষোভ পরিবারের

স্থানীয় সূত্রের খবর শিশুর মৃত্যুর এই ঘটনায় আজ অর্থাৎ শুক্রবার সকালে পরিবার ও কয়েকজন স্থানীয় বাসিন্দা মহকুমা হাসপাতালের সামনে মৃতদেহ নিয়ে চিকিৎসার গাফিলতির কারণে বিক্ষোভে ফেটে পড়েন। এদিন শিশুর বাবা মঙ্গল বাগদি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে “সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা হলে মৃত্যুর মুখে পড়তে হত না আমার ছেলেকে।” তিনি আরও বলেন যে, “উইলিয়াম কেরির স্বাস্থ্যকেন্দ্র থেকে রেফার করার পর দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাই। সেখানে ভর্তি নেওয়ার জন্য আবেদন করলেও আউটডোরে কিছু ওষুধ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। ভোরে ছেলের পেটে যন্ত্রণা শুরু হয়, তখনই মৃত্যু হয়। সম্পূর্ণ হাসপাতালের গাফিলতিতে আমার ছেলের মৃত্যু হল।”

আরও পড়ুন: বাঁধের টাকা লুঠ! বিধায়ককে ফোন করতেই ভয়ঙ্কর গালিগালাজ, ভাইরাল সাবিত্রী মিত্রর অডিও

দুর্গাপুর মহকুমা হাসপাতাল শিশু মৃত্যুর এই ঘটনায় সম্পূর্ণ অভিযোগের দায় অস্বীকার করে। সেখানকার অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. কৃষ্ণেন্দু রায় বলেন, “ অনেক সময় ভর্তির জন্য আমাদের তরফ থেকে জানানো হয়। কিন্তু রোগীর পরিবার ভর্তি না করেই চলে যান। এই ঘটনাটা ঠিক কী ঘটেছিল সেটা আমি জানি না। তবে সবটা খতিয়ে দেখা হবে।” এদিকে এই ঘটনা নিতে শ্রু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি স্বাস্থ্য পরিকাঠামো যথাযথ না থাকায় একের পর এক প্রাণহানি ঘটছে। যার মধ্যে দুর্গাপুর মহকুমা হাসপাতাল অন্যতম উদাহরণ। তবে চুপ থাকেনি বিজেপি। পাল্টা তৃণমূলের বক্তব্য, “বিজেপি কী বলল, সেটা গুরুত্বপূর্ণ নয়। শিশুমৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত হাসপাতাল নিশ্চয়ই করবে।”

Leave a Comment