সহেলি মিত্র, কলকাতা: চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল আসানসোলের হাসপাতালের (Asansol Hospital) বিরুদ্ধে। সেইসঙ্গে আরো যে ঘটনা ঘটল না আরও নাটকীয়। হাসপাতালে আগুন লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন এক মহিলা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির অপর।
চিকিৎসার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে
স্থানীয় সূত্র অনুযায়ী, জোর করে রোগী ভর্তি রেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো আসানসোলের কালিপাহাড়ি এলাকায় ১৯ নং জাতীয় সড়ক সংলগ্ন লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। রীতিমতো ওই হাসপাতালকে কাঠগড়ায় তুলেছেন রোগীর পরিবার। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে শেষমেষ খবর দেওয়া হয় পুলিশকে। চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলে বিভিন্ন রোগীর পরিবারের সদস্যরা এই হাসপাতালে বিক্ষোভ দেখান । গোটা ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ হাসপাতালে আসে।
রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, হাসপাতালে সঠিক চিকিৎসা করা হচ্ছে না। এখানে রোগীদের কেবল টাকার জন্য ভর্তি রাখা হয়। কিন্তু তাদের সঠিকভাবে চিকিৎসা করা হয় না। এরপরেই বিক্ষোভকারী এক মহিলা বলেন, ‘হাসপাতালে আগুন লাগিয়ে দেব।’ যাইহোক, পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়া যায়। তবে, রোগীর পরিবারের সদস্যদের এইসব অভিযোগ বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।