চিনের কৌশলে ফাঁসল ভারত! কাজ হারাতে পারেন হাজার হাজার কর্মী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিনের (China) কূটনৈতিক কৌশলে এবার বিরাট ক্ষতির মুখে ভারত! জানা যাচ্ছে, চিন বিরল আর্থ চুম্বকের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতের অডিও ইলেকট্রনিক্স খাতে অন্তত 21 হাজারেরও বেশি চাকরি এখন ঝুঁকির মুখে।

এ প্রসঙ্গে ভারতের বহু প্রাচীন ইলেকট্রনিক শিল্পের সংগঠন আলসিনা অনুমান করছে, ড্রাগনের দেশ যেহেতু রপ্তানির ক্ষেত্রে টারবিয়াম ও ডিসপ্রোসিয়ামের মতো বিরল আর্থ উপকরণ নিষিদ্ধ করেছে, কাজেই দেশীয় ইলেকট্রনিক্স শিল্প ড্রাগনের এমন পদক্ষেপে বিরাট ক্ষতির মুখে পড়বে একথা বলাই যায়!

কারণ, চিনের সিদ্ধান্তে নিষিদ্ধ হওয়া দুই গুরুত্বপূর্ণ উপকরণ আদতে দেশীয় স্পিকার এবং ইলেক্ট্রনিক্স খাতে ব্যবহৃত অপরিহার্য কাঁচামাল। যা থেকে তৈরি করা যায় উন্নত মানের চুম্বক। ফলত, চিনের রপ্তানি নিষেধাজ্ঞায় ভারতের যে কতটা ক্ষতি হবে তা বুঝতে পারছেন অনেকেই।

ক্ষতিগ্রস্ত হবে বিশ্বব্যাপী সরবরাহ শৃংখল

ভারতের প্রাচীনতম ইলেকট্রনিক্স শিল্প সংগঠনটি স্পষ্ট ভাবে জানিয়েছে, অর্থ চুম্বকের ওপর চিনের রপ্তানি নিষেধাজ্ঞার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্বব্যাপী সরবরাহ শৃংখল। যার জেরে, ধীরে ধীরে ভারতের দ্রুত বর্ধনশীল অডিও ইলেকট্রনিক্স খাতেও এর ভয়ানক প্রভাব পড়বে। এমতাবস্থায় বেশ কয়েকটি সূত্র বলছে, একাধিক উৎপাদনকারী সংস্থা এবার চিন থেকে সম্পূর্ণরূপে গোটা স্পিকার মডিউল আমদানি করার কথা ভাবছে।

চাকরি হারাবেন হাজার হাজার কর্মচারী!

ভারতের প্রাচীনতম ইলেকট্রনিক্স শিল্পের সংগঠন আলসিনা সতর্ক করে জানিয়েছে, চিনের এমন কড়া নিষেধাজ্ঞার পর ভারতের স্পিকার এবং অডিও সিস্টেমের যন্ত্রাংশ তৈরির শিল্পে অত্যন্ত বিরূপ প্রভাব পড়তে চলেছে। যার জেরে ভারতের অডিও সিস্টেম ও স্পিকারের যন্ত্রাংশ শিল্পে কর্মরত প্রায় 21 হাজারের কাছাকাছি কর্মচারীর চাকরি খোয়া যাবে!

স্পিকার তৈরিতে চিনের ওপর কতটা নির্ভরশীল ভারত?

একাধিক প্রতিবেদন ঘেঁটে জানা গেল, ভারতের ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেম ইন্ডাস্ট্রিতে যে ধরনের স্পিকার তৈরি হয় তাতে ব্যবহৃত ম্যাগনেট আমদানির জন্য চিনের ওপর প্রায় পুরোপুরি নির্ভরশীল ভারত। বলে রাখি, সাউন্ড সিস্টেমের স্পিকার তৈরিতে এই চুম্বক অত্যন্ত প্রয়োজনীয়। ফলত, স্পিকারে থাকা এই ম্যাগনেটের 5-7 শতাংশের জন্য ড্রাগনের দেশের ওপর ভরসা করে থাকতে হয় ভারতকে।

অবশ্যই পড়ুন: প্রায় শেষ হয়েছিল কেরিয়ার, হতে পারত মৃত্যুও! ঋষভ পন্থের বেঁচে থাকার কারণ ইনি

বলা বাহুল্য, প্রতিবছর আমদানিকৃত ম্যাগনেটের 90 শতাংশই আসে চিন থেকে। তবে জিনপিংয়ের দেশের সরবরাহ সমস্যা এবং একাধিক বাধার কারণে বর্তমানে ওই ম্যাগনেটগুলির আমদানি যথেষ্ট ব্যয়বহুল হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায়, মূলত নিজেদের সাউন্ড সিস্টেম ও ইলেকট্রনিক্স দ্রব্যের বিক্রি বাড়াতে স্পিকার তৈরির অন্যতম কাঁচামাল আর্থ চুম্বকে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে জিনপিং সরকার।

Leave a Comment