সহেলি মিত্র, কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুকুটে নয়া পালক। এবার সুদূর চিন থেকে বাংলায় এল দুটি মেট্রো রেক। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। বুধবার মেট্রো কর্মকর্তারা জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর চিন থেকে কলকাতা বন্দরে দুটি নতুন মেট্রো রেক এসেছে , যা শহরের দ্রুত পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করবে। মঙ্গলবার নেতাজি সুভাষ ডকে এমভি স্প্রিং শাইনের মাধ্যমে ১৬টি কোচের চালান সরবরাহ করা হয়েছে।
চিন থেকে কলকাতায় এল নতুন মেট্রো রেক
আসলে যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর একাধিক রুটে হু হু করে বাড়ছে যাত্রী সংখ্যা। প্রতিদিনই এখন রেকর্ড সংখ্যক ভিড় হচ্ছে। এহেন পরিস্থিতিতে কলকাতা মেট্রো রেলওয়ের জন্য চিন থেকে ডালিয়ান কোচের কনসাইনমেন্ট শহরে পৌঁছেছে। মঙ্গলবার, এমভি স্প্রিং শাইন নামে একটি জাহাজ ১৬টি মেট্রো কোচ এবং তাদের খুচরা যন্ত্রাংশ নিয়ে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকে (এসএমপিকে) নোঙ্গর করেছে।
মেসার্স টিপি রায় চৌধুরীর পরিচালনা ও স্টিভডোরিংয়ের অধীনে থাকা কোচগুলি মেট্রো রেলের বহরে অন্তর্ভুক্তির জন্য এসএমপিকে-এর কলকাতা ডক সিস্টেমের রেলপথ ধরে রওনা হবে। এসএমপিকে-র চেয়ারম্যান রথেন্দ্র রমন বলেন, “এসএমপিকে-তে মেট্রো কোচের আগমন কেবল একটি বন্দর কার্যক্রম নয় – এটি একটি নতুন ভারত গঠনের প্রতি আমাদের জাতির সংকল্পের প্রতিফলন।”
বিরাট উদ্যোগ পূর্ব রেলের
তিনি আরও বলেন, “কলকাতা মেট্রো শহরের উন্নয়নের এক অবিচ্ছেদ্য অংশ এবং এসএমপি কলকাতার আজকের এই সহায়তা এর অব্যাহত সম্প্রসারণের ক্ষেত্রে একটি গর্বিত অবদান। আমি এই উন্নয়নের জন্য মেট্রো রেলওয়ে, কলকাতাকে অভিনন্দন জানাই এবং এসএমপিকে টিম এবং আমাদের বাণিজ্য অংশীদারদের কাছে তাদের নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
Two new Dalian rakes have reached Syama Prasad Mookerjee Port on 09.09.2025. A total of 16 coaches are being lowered from the ship and will be sent to the Noapara Carshed. pic.twitter.com/kI4VR816uq
— Metro Railway Kolkata (@metrorailwaykol) September 10, 2025
এখন পর্যন্ত, কেডিএস ৪৮টি মেট্রো কোচ পরিচালনা করেছে যা চিনের ডালিয়ান লোকোমোটিভ এবং রোলিং স্টক কোম্পানি দ্বারা তৈরি এবং ডালিয়ান বন্দর থেকে এমভি স্প্রিং শাইন, স্প্রিং মোটা এবং গ্যালাক্সি গ্লোরি দ্বারা পাঠানো হয়েছিল। জানিয়ে রাখি, এই মেট্রো রেকগুলি এনেছে পূর্ব রেল। আশা কড়া হচ্ছে, আগামী দিনে মেট্রোর বাদুড়ঝোলা ভিড় থেকে মুক্তি মিলবে।