বিক্রম ব্যানার্জী, কলকাতা: সেনাবাহিনীর যাতায়াতের পথ মসৃণ করতে চিন সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছে বিকল্প সড়ক তৈরি করল ভারতা! ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ভুটানের ডোকলামের কাছে এই বিকল্প সড়ক পথটি তৈরি করেছে দিল্লি। রিপোর্ট অনুযায়ী, 2017 সালে এই অঞ্চলেই ভারত এবং চিনের মধ্যে ব্যাপক সংঘর্ষ দানা বেঁধেছিল। এবার সেখানে, বিকল্প সড়ক পথ তৈরি করে চিনকে কার্যত বড় বার্তা দিল ভারত!
ভুটানের প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়েছে রাস্তাটি
রিপোর্ট বলছে, চিন সীমান্তের কাছে ভারতের এই কৌশলগত সড়ক পথটি ইতিমধ্যেই উদ্বোধন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী তোবগে শেরিং। বলা বাহুল্য, ভারতের এই কৌশলগত সড়ক পথ ভুটানের হা উপত্যকার সাথে সংযোগ স্থাপন করে। যা ডোকলাম থেকে কম করে 21 কিলোমিটার দূরে অবস্থিত। গত শুক্রবার সেই রাস্তাই উদ্বোধন হয়ে গেল ভুটানের প্রধানমন্ত্রী হাত ধরে।
কোন উদ্দেশ্য নিয়ে তৈরি করা হল এই বিকল্প সড়ক পথ?
প্রথমেই বলি, ভুটানের হা উপত্যকার সাথে সংযোগ স্থাপন করে এই রাস্তাটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চুম্বি উপত্যকাকে ছুঁয়ে গেছে। বিশেষজ্ঞ মহলের মতে, প্রায় 254 কোটি টাকা ব্যয় করে তৈরি এই রাস্তাটি চুঙ্গি উপত্যকা অর্থাৎ যেখানে চিন সেনা মোতায়ন রয়েছে, ওই অঞ্চলে ভুটানের সেনাবাহিনীকে পৌঁছতে সাহায্য করবে।
রিপোর্ট বলছে, ভারতের হাতে তৈরি এই বিকল্প সড়ক পথটি ভুটানের স্থানীয় জনগণকে তো সাহায্য করবেই, সেই সাথে উপকৃত হবে ভুটান সেনাও। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, চিনের উপর কৌশলগত সুবিধা কায়েম করতে এবং নিরাপত্তা বাহিনীর চলাচলের পথ মসৃণ করতেই এই পথটি তৈরি করেছি দিল্লি, এমনটাই দাবি সিংহভাগেরই। তবে আপাতত নাকি এই পথটি ব্যবহার করবে ভুটান।
অবশ্যই পড়ুন: ৬ মাসে আমেরিকা থেকে তেল আমদানি বেড়েছে ৫১ শতাংশ! চড়া শুল্কে ভয় নেই ভারতের?
প্রসঙ্গত, ভারত এবং চিন সীমান্তের কাছে অবস্থিত ছোট্ট একটি দেশ ভুটান। যাকে প্রায় প্রতি মুহূর্তেই ড্রাগনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়! ফলত, স্বাভাবিকভাবে প্রতিবেশী দেশটির সাথে বেইজিংয়ের সম্পর্ক যে খুব একটা আহামরি তেমনটা বলা যায় না। আর সেই সূত্র ধরেই, এখন ভুটানের সাথে সম্পর্ক জোরদার করার পথে ভারত। যার অন্যতম বড় উদাহরণ চিন সীমান্তের কাছে সদ্য তৈরি হওয়া বিকল্প সড়ক পথ।