সহেলি মিত্র, কলকাতা: দীর্ঘ নাটকের যবনিকা পতন। অবশেষে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) সিরিয়াল ছেড়েছেন দিতিপ্রিয়া রায়। অভিনেতা জিতু কমলের সঙ্গে দীর্ঘ টানাপোড়নের পর শেষমেষ সিরিয়ালের ক্ষেত্রে ইতি টানতে বাধ্য হয়েছেন অভিনেত্রী। তিনি শারীরিক এবং মানসিক অসুস্থতার কথা জানিয়ে সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর থেকে প্রশ্ন উঠছে তাহলে পর্দার আর্যর বিপরীতে অপর্ণা হিসেবে কাকে দেখা যাবে? এ নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল হয়ে পড়েছে। পাইপ লাইনে রয়েছে বহু নায়িকার নাম। তবে এবার খুব সম্ভবত সিরিয়ালের মুখ্য নায়িকা হিসেবে একজনকে খুঁজে পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে অপর্ণা হিসেবে কাকে দেখা যেতে পারে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।
‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে নতুন নায়িকা সৃজা দত্ত?
কখনো প্রত্যুষা পাল, কখনো শ্রাবন্তী তো কখনো অনুষ্কা গোস্বামী, তো কখনো অন্য কেউ, অপর্ণা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এমন বহু নায়িকাকে নিয়ে আলোচনা হয়েছে। তবে এবার আলোচনা হচ্ছে দেব অভিনীত ‘বাঘাযতীন’ সিনেমার নায়িকাকে নিয়ে। এই সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করা সৃজা দত্ত সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি Hoichoi এর ওয়েব সিরিজ ‘নিশির ডাক’-এ দেখা গিয়েছিল। সেখানে অভিনয় করে বেশ পরিচিতি কুড়িয়েছেন তিনি। এবার খুব সম্ভবত জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের অপর্ণা চরিত্রে তাকে দেখা যেতে পারে বলে খবর।
কী জানালেন অভিনেত্রী?
যদিও এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফে পাকাপাকিভাবে কোনও ঘোষণা করা হয়নি। নতুন সিরিয়ালে কি অভিনয় করবেন? এই প্রসঙ্গে সৃজা বলেন, ‘অনেক কাজের কথা চলতে থাকে। তবে এই মুহূর্তে কোনও ধারাবাহিকে সই করিনি। আপতত পরীক্ষা নিয়ে ব্যস্ত নিয়ে। পড়াশোনাতেই মন দিয়েছেন।’
ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী সৃজা। তাঁর সাবজেক্ট ইলেকট্রনিক্স উইথ কম্পিউটার সায়েন্স,পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস। স্টাডিজ সামলে তবেই অভিনয় করবেন, সৃজা ছোট থেকেই মেধাবী ছাত্রী। তাঁর মা পেশায় চিকিৎসক, তিনি ক্লাস টুয়েলভের পর মন দিয়েছেন ইঞ্জিনিয়ারিং-এ।