চেন্নাইয়ে কাজে গিয়ে বিপাকে বাংলার পরিযায়ী শ্রমিকরা, মার খেয়ে ফিরলেন মুর্শিদাবাদে

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে ভিন রাজ্যে কাজের সূত্রে সেখানে থাকলেও, মাতৃভাষা বাংলা বললেই শ্রমিকদের কপালে জুটছে বাংলাদেশির তকমা। সেই কারণে বিজেপি শাসিত রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সোচ্চার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একের পর এক অত্যাচারের ঘটনায় গত ১৬ জুলাই, কলকাতার রাজপথে বিরাট পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই অত্যাচার কোথাও যেন থামছে না।

ঘটনাটি কী?

সম্প্রতি ফেসবুকের এক ভাইরাল ভিডিও মাধ্যমে জানা গিয়েছে, মুর্শিদাবাদের লালবাগ এলাকায় ১২ জন শ্রমিক কাজের খোঁজে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেখানে কাজেও যোগদান করেছিলেন তারা। কিন্তু গত মঙ্গলবার, ১৫ জুলাই, বিকেলের দিকে স্থানীয় কয়েকজন ঘেরাও করে সেই সকল বাঙালি শ্রমিকদের। এবং জিজ্ঞাসা করে তাঁদের ঠিকানা কোথায়। শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলার পরেই স্থানীয়রা উদোম মারধর করে পরিযায়ী শ্রমিকদের উপর। গুরুতর আহত হন ৪ জন শ্রমিক।

ফুঁসছে শাসকদল

সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারে খবর পাঠালে তড়িঘড়ি শ্রমিকদের মুর্শিদাবাদে নিয়ে এসে লালবাগের স্থানীয় হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে। অত্যন্ত জখম অবস্থায় ছিলেন তাঁরা। তাঁদের মধ্যে একজনের হাত ভেঙে গিয়েছে। দিনের পর দিন এইরকম পরিস্থিতি রাজনৈতিক শিবিরে এক বড় আলোড়ন ফেলেছে।

আরও পড়ুন: কাঁকুড়গাছিতে অভিজিৎ হত্যাকাণ্ডে পুলিশকর্তাকে জেল! মুখ খুললেন শুভেন্দু

অন্যদিকে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন নিয়ে এবার সরব হলেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্করবাবুর বক্তব‌্য, ‘‘ভাষা ও ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করছে বিজেপি। আর সেজন‌্যই ভিন রাজ্যে গিয়ে বিপন্ন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিজেপির ঘৃণা ও বিভাজনের রাজনীতির জন‌্যই এসব হচ্ছে।’’

Leave a Comment